shono
Advertisement
Himachal Pradesh

সাত হাজারের বানান 'Saven Harendra', ভাইরাল হিমাচলের স্কুলের প্রধান শিক্ষকের চেক

'Thousand'-এর বদলে 'Thursday' লেখা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 01:15 PM Sep 30, 2025Updated: 01:15 PM Sep 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরালের পৃথিবীতে নিস্তার নেই কারও। হিমাচলের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক চেকে ভুল বানান লেখেন। সেই চেকের ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে। যা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা। চেকটি ২৫ সেপ্টেম্বরের। স্কুলেরই এক কর্মী চেক দিয়েছিলেন প্রধান শিক্ষক। বানান ভুলের কারণে যেটিকে বাতিল করে ব্যাঙ্ক। কোন বানান ভুল ছিল?

Advertisement

৭,৬১৬ টাকার চেকটি অফতের সিংয়ের। যিনিই ওই চেকটি লিখুন তিনি টাকার পরিমাণ ইংরাজিতে লিখতে গিয়ে ভুল বানান লেখেন। 'Seven'-কে লেখা হয়েছে 'Saven', 'Thousand'-এর বদলে 'Thursday' এবং 'Hundred'-এর বদলে 'Harendra' লেখা হয়েছে। এছাড়াও 'Sixteen' জায়গায় লেখা হয়েছে 'Sixty'। কেবল মাত্র 'Six' বানানটি ঠিক লেখা হয়েছে।

প্রশ্ন হল, খোদ স্কুলের প্রধান শিক্ষকই চেকটি লিখেছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর হয়ে অন্য কেউ লিখে থাকতে পারেন। তিনিই হয়তো গোলমালটা করেছেন। আসল কথা সেটাও নয়। মোদ্দা বিষয় হল উৎসবের মরশুমে ভুল বানানের চেক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে হেসে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭,৬১৬ টাকার চেকটি অফতের সিংয়ের। যিনিই ওই চেকটি লিখুন তিনি টাকার পরিমাণ ইংরাজিতে লিখতে গিয়ে ভুল বানান লেখেন।
  • খোদ স্কুলের প্রধান শিক্ষকই চেকটি লিখেছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
Advertisement