সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথম নয়, তবে এবার সমস্ত রেকর্ড ভেঙে গেল। প্লেট নম্বর 'HR88B8888'। গাড়ির একটি সাধারণ রেজিস্ট্রেশন নম্বর। আর তা নাকি বিক্রি হল ১ কোটি ১৭ লক্ষ টাকায়! কী? শুনতে অবিশ্বাস্য লাগছে তো? ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। বুধবার আকাশছোঁয়া দামে এই রেজিস্ট্রেশন নম্বরটি বিক্রি হয়। এখনও পর্যন্ত ভারতবর্ষে নথিভুক্ত গাড়ির মধ্যে এটি সবচেয়ে দামি নম্বর।
হরিয়ানা রাজ্য সরকার ভিআইপি বা ফ্যান্সি নম্বর প্লেটগুলির জন্য প্রতি সপ্তাহে অনলাইনে নিলামের আয়োজন করে। আগ্রহী দরদাতারা শুক্রবার বিকেল ৫টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত তাদের পছন্দের নম্বরের জন্য আবেদন করতে পারেন। এরপরেই শুরু হয় মূল নিলাম। বুধবার বিকেল ৫টায় ফলাফল ঘোষণার পর জানা যায়, 'HR88B8888' নম্বরটি ১.১৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। পুরো প্রক্রিয়াটি fancy.parivahan.gov.in পোর্টালে সম্পন্ন হয়।
এই ভিআইপি নম্বরটির প্রতি এত আগ্রহের কারণ হল এর বিশেষ বিন্যাস। নম্বরটিতে ‘B’ অক্ষরটি বড় হাতের হওয়ায় তা ‘8’-এর মতো দেখতে লাগে। ফলে এটি আট সংখ্যাটির একটি সুসজ্জিত শৃঙ্খল বলে মনে হয়।
HR: এটি রাজ্য কোড, যা হরিয়ানাকে বোঝায়।
88: এটি সংশ্লিষ্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (RTO) বা জেলার কোড।
B: এটি গাড়ির সিরিজ কোড।
8888: এটি গাড়ির জন্য বরাদ্দ চার অঙ্কের ইউনিক রেজিস্ট্রেশন নম্বর।
প্রসঙ্গত উল্লেখ্য, এ বছরের এপ্রিলে কেরালার প্রযুক্তি ধনকুবের ভেনু গোপালকৃষ্ণান তাঁর ল্যাম্বরগিনি উরুস পারফরম্যান্টের জন্য "KL 07 DG 0007" নম্বর প্লেটটি ৪৫.৯৯ লাখ টাকায় কিনেছিলেন, যা তখন রেকর্ড ছিল। জেমস বন্ডের '007' কোডের জন্য নম্বরটি একসময় বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছিল।
