শান্তনু কর, জলপাইগুড়ি: স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। সেই কথা জানার পর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও চলেছিল বলে খবর। তবুও সেই যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছেদ করেননি! শেষপর্যন্ত স্বামী নিজেই স্ত্রীকে সেই 'প্রেমিকে'র হাতে তুলে দিলেন! শুধু তাই নয়, এরপর নিজের দুই সন্তানকে নিয়ে দুধ ঢেলে স্নান করলেন ওই ব্যক্তি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে।
জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চরচড়াবাড়ি এলাকার বাসিন্দা ওই পরিবার। কার্তিক সরকারের সঙ্গে সনেকা সরকারের প্রায় এক দশক আগে বিয়ে হয়েছিল। তাঁদের দু'জনের দুই সন্তানও আছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, একজনের বয়স ১০ বছর ও অপরজনের ৪ বছর। স্বামী কার্তিক সরকারের অভিযোগ, তাঁর স্ত্রী পাশের বাড়ির এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই কথা জানাজানিও হয়ে যায়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিস্তর ঝামেলাও হয়েছিল বলে খবর। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে সরে আসতে বলেছিলেন কার্তিক। কিন্তু সেই সম্পর্ক থেকে স্ত্রী সরে আসেননি! শুধু তাই নয়, ওই যুবকের সঙ্গে স্ত্রী পালিয়েও গিয়েছিলেন বলে অভিযোগ। পরে ওই যুবতী বাড়ি ফিরেছিলেন।
গতকাল, রবিবার গ্রামে এই বিষয়ে সালিশি সভা বসেছিল। জানা গিয়েছে, সেখানে স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ ছিলেন ওই যুবতী। ওই যুবকের সঙ্গেই তিনি থাকতে চান বলেই তিনি সকলের সামনে জানান! এরপরেই স্বামী স্বেচ্ছায় স্ত্রীকে ওই যুবকের হাতে তুলে দেন! এরপরেই তিনি সকলকে হতবাক করেন। দুধ নিয়ে আসা হয়। স্ত্রীর মায়া ত্যাগ করে দুই সন্তানকে নিয়ে ওই দুধ ঢেলে স্নান করেন কার্তিক সরকার! পরে তিনি বলেন, "পরকীয়া সম্পর্ক এর আগেও আমরা ধরেছিলাম। তখন আমরা মেনে নিয়েছিলাম। এখন ফের এই ঘটনা। এখন স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত যুবকের কাছেই থাকতে চান। তাই এদিন স্বেচ্ছায় গ্রামের মানুষের উপস্থিতিতে স্ত্রীকে ওই যুবকের হাতে তুলে দিই।" ঘটনায় সরগরম এলাকা।
