সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরুপতি মন্দিরে ১ কোটি ২ লক্ষ টাকার ব্লেড দান করলেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। তিরুমালা তিরুপতি দেবস্থানে বছরভর 'কল্যাণকাট্টাস' রীতি পালিত হয়ে থাকে। এই রীতি অনুযায়ী নিজের এবং প্রিয়জনের কল্যাণ কামনায় কেশ দান করেন পুণ্যার্থীরা। সেই মুণ্ডন অনুষ্ঠানে এই ১ কোটি ২ লক্ষ টাকার ব্লেড ব্যবহার হবে বলে জানা গিয়েছে।
ভারত তথা গোটা বিশ্বের অন্যতম ধনী মন্দির হল তিরুপতি। সারা বছর ভক্ত সমাগমে পূর্ণ থাকে দেবভূমি। সেখানেই কোটি টাকার ব্লেড দান করলেন হায়দরাবাদের ধনকুবের ব্যবসায়ী বি শ্রীধর। এক বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, হায়দরাবাদের ব্যবসায়ী বি শ্রীধর তিরুমালা তিরুপতি দেবস্থানমে ১.২ কোটি টাকা মূল্যের অর্ধেক ব্লেড দান করেছেন।"
টিডিডি চেয়ারম্যান বি আর নাইডু জানিয়েছেন, 'কল্যাণকাট্টাস' বা মুণ্ডন অনুষ্ঠানের জন্য বছরে ১.১ কোটি টাকার ব্লেডের প্রয়োজন হয়ে থাকে। প্রতিদিন গড়ে ৪০ হাজার পুণ্যার্থী মঙ্গলকামনায় কেশ দান করে থাকেন। শ্রীধরের দানের ফলে আগামী গোটা বছর ব্লেডের প্রয়োজন মিটবে। উল্লেখ্য, মুণ্ডন প্রক্রিয়ার জন্য মন্দির কর্তৃপক্ষের নিযুক্ত কয়েক হাজার ক্ষৌরকার রয়েছেন। যারা সারাদিন কাজ করেন।
