shono
Advertisement
Guinness World Record

এতগুলো ক্রেডিট কার্ড! আজব কীর্তি গড়ে বিশ্বরেকর্ড হায়দরাবাদের যুবকের

'ক্রেডিট কার্ড আমার ভালোবাসা', বলছেন যুবক।
Published By: Tiyasha SarkarPosted: 12:05 PM Oct 22, 2025Updated: 12:31 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে প্রায় সকলেই দু-একটি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কেউ কেউ আবার ক্রেডিট কার্ড শুনলেই আঁতকে ওঠেন। কারণ, তাঁদের ধারে বড্ড অনিহা! বরং, যা আছে তা খরচই পছন্দ করেন এরা। কিন্তু এসবের মাঝেই ব্যতিক্রমী হায়দরাবাদের মণীশ ধমেজার। ১৬৩৮টি ক্রেডিট কার্ড ব্যবহার করে রেকর্ড গড়লেন যুবক!

Advertisement

ব্যাপারটা কী? কে এই মণীশ? জানা গিয়েছে, হায়দরাবাদের বাসিন্দা মণীশ ধমেজার। পড়াশোনা করেছেন কানপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ তিনি। পরবর্তীতে দূরশিক্ষায় সোশাল ওয়ার্কেও মাস্টার্স করেন তিনি। বর্তমানে হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় চিফ হোলসেল ব্যাঙ্কিং অফিসার পদে কর্মরত তিনি। তবে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, অর্থনৈতিক সমস্ত দিক ঘেঁটে খুঁটিনাটি জানা তার শখ। সেই শখ থেকেই একের পর এক ক্রেডিট কার্ড।

তথ্য বলছে, বর্তমানে ১৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক মণীশ। তবে শুনতে অবাস্তব মনে হলেও প্রতিটি কার্ডের যাবতীয় তথ্য নাকি যুবকের নখদর্পণে। প্রতিটি কার্ড এই মুহূর্তে অ্যাকটিভ। কোনওটিতে কোনওদিন কোনও অর্থ বকেয়াও থাকেনি। এই বিপুল সংখ্যক ক্রেডিট কার্ড অ্যাকটিভ রেখেই ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এ নাম তুলেছেন মণীশ। যুবকের কথায়, 'ক্রেডিট কার্ড আমার ভালোবাসা।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৬৩৮টি ক্রেডিট কার্ড ব্যবহার করে রেকর্ড গড়লেন যুবক!
  • প্রতিটি কার্ডের যাবতীয় তথ্য নাকি যুবকের নখদর্পণে। প্রতিটি কার্ড এই মুহূর্তে অ্যাকটিভ।
Advertisement