সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওঁরা কাজ করে! দিন হোক বা রাত। যখন গোটা দেশ নবরাত্রি কিংবা দীপাবলি উৎসবে মাতে, তখনও কাজ করে ওঁরা। কিছুটা বাড়তি কমিশনের আশায়, পেটের টানে। ওঁরা বিভিন্ন ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়। হায়দরাবাদের বাসিন্দা গুনদেতি মহেন্দর রেড্ডি অবাক করা কাণ্ড করলেন। যাঁদের কথা কেউ ভাবে না, সেই ডেলিভারি বয়দের দিওয়ালির মিষ্টি উপহার দিলেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন গুনদেতি মহেন্দর রেড্ডি। সেখানে দেখা গিয়েছে, সুইগি, ব্লিঙ্কিট, বিগবাস্কেট এবং জেপ্টোর মতো ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়রা মিষ্টির যে প্যাকেট তুলে দিচ্ছেন গ্রাহকের হাতে, পালটা গ্রাহক সেই প্যাকেটই উপহার হিসাবে তুলে দিচ্ছেন ডেলিভারি বয়কেই। এইসঙ্গে মুখে জানাচ্ছেন 'হ্যাপি দিওয়ালি'। ভিডিওর ক্যাপশানে রেড্ডি লিখেছেন, "যাঁরা আমাদের জন্য সারা বছর পরিষেবা দেয়, এই দীপাবলিতে সেই ডেলিভারি বয়দের হাসিকেই মিষ্টি করে তোলার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন অ্যাপ থেকে মিষ্টি অর্ডার করেছি।"
সমাজমাধ্যমে এই ভিডিও শুধুমাত্র ভাইরাল হয়নি, পাশাপাশি প্রশংসিতও হচ্ছে। একজন নেটিজেন লিখেছেন, "যাক, শেষ পর্যন্ত কেউ তো ওদের পরিশ্রমকে সম্মান জানাচ্ছেন।" অন্য একজন লিখেছেন, "খুবই সদয় আচরণ।" রেড্ডি লিখেছেন, এই ভিডিওটি করার উদ্দেশ্য হল অন্যরাও যাতে দিওয়ালি এবং আগামী উৎসবগুলিতে একই ধরনের কাজ করেন।
