shono
Advertisement

Breaking News

Indonesia

চব্বিশের যুবতীকে বিয়ে করলেন চুয়াত্তরের বৃদ্ধ! 'পাত্রীর দাম' হিসাবে দিলেন ২ কোটি টাকা

বিয়েতে উপস্থিত অতিথিদেরও টাকা দিয়েছেন পাত্র।
Published By: Anwesha AdhikaryPosted: 07:51 PM Oct 19, 2025Updated: 07:54 PM Oct 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ বছরের ছোট পাত্রীকেই জীবনসঙ্গী হিসাবে চাই! তার জন্য ২ কোটি টাকা মূল্য ধরে দিয়েছেন ৭৪ বছরের এক বৃদ্ধ। হইচই ফেলে দেওয়া কাণ্ডটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। জানা গিয়েছে, ২৪ বছরের তরুণীকে বিয়ে করেছেন ৭৪ বছর বয়সি এক বৃদ্ধ। আর পাত্রীর দাম হিসাবে কড়কড়ে ২ কোটি টাকা তুলে দিয়েছেন।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্ট নামে এক সংবাদপত্র মারফত জানা গিয়েছে, ৫০ বছর বয়সি ছোট পাত্রীকে বিয়ে করতে বিরাট আয়োজন করেছিলেন তারমান নামে ৭৪ বছর বয়সি ওই বৃদ্ধ। পূর্ব জাভার প্যাসিটান রিজেন্সির বাসিন্দা তারমানের মনে ধরে ২৪ বছর বয়সি শেলা আরিকাকে। ৫০ বছরের বড় পাত্রকে বিয়ে করতে শেলার কোনও আপত্তি ছিল না। যদিও পাত্রপাত্রীর বয়সের এতখানি ফারাক নিয়ে সমস্যা ছিল শেলার পরিবারের।

জানা গিয়েছে, বিলাসবহুল বিয়ের আয়োজন করেছিলেন তারমান। বিয়েতে হাজির প্রত্যেক অতিথিকে উপহার হিসাবে ভারতীয় মুদ্রায় ৬ হাজার টাকা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, পাত্রীর মূল্যস্বরূপ ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ টাকা দেবেন তারমান। কিন্তু বিয়ের মণ্ডপে গিয়ে সিদ্ধান্ত বদলে ১ কোটি ৮০ লক্ষ টাকা তুলে দেন শেলার হাতে। সেই দেখে পাত্রীর পরিবারের একাংশ প্রশ্ন তোলেন, এই বিরাট অঙ্কের চেক আদৌ বৈধ তো?

এহেন পরিস্থিতিতে বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ফটোগ্রাফাররা দাবি করেন, তাঁদের পাওনা না মিটিয়ে পালিয়ে গিয়েছেন নবদম্পতি। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তার মধ্যেই সোশাল মিডিয়ায় তারমান জানিয়েছেন, নববধূকে তিনি যে অর্থ দিয়েছেন তা মোটেই ভুয়ো নয়। ব্যাঙ্কে তাঁর ওই পরিমাণ অর্থ রয়েছে। তবে ফটোগ্রাফারদের পাওনা মেটানো নিয়ে কিছু বলেননি তারমান। উল্লেখ্য, গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় পাত্রপাত্রীর বয়সের ফারাক অনেক কমেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন বিয়ের ঘটনায় অবাক অনেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫০ বছর বয়সি ছোট পাত্রীকে বিয়ে করতে বিরাট আয়োজন করেছিলেন তারমান নামে ৭৪ বছর বয়সি ওই বৃদ্ধ।
  • বিলাসবহুল বিয়ের আয়োজন করেছিলেন তারমান। বিয়েতে হাজির প্রত্যেক অতিথিকে উপহার হিসাবে ভারতীয় মুদ্রায় ৬ হাজার টাকা দিয়েছেন তিনি।
  • বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ফটোগ্রাফাররা দাবি করেন, তাঁদের পাওনা না মিটিয়ে পালিয়ে গিয়েছেন নবদম্পতি।
Advertisement