সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের একাধিক 'কর্ম' ধ্বংস করছে জঙ্গল! পৃথিবীতে বাড়ছে আবর্জনা। যার সরাসরি প্রভাব পড়ছে বন্যপ্রাণীদের উপর। বাসস্থানের পরিধি কমে যাওয়ায় বাইরে বেরিয়ে আসছে তারা। খাদ্যে টান পড়ায় হানা দিচ্ছে লোকালয়ে। বেঁচে থাকার তাগিদে নিজেদের খাদ্য অসভ্যাস বদলাতেও বাধ্য হচ্ছে তারা। তেমনই এক ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসার পারভীন কাসওয়ান ১৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের মাউন্ট আবুর কাছে আবর্জনার স্তূপে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে একটি চিতাবাঘ। পারভীন তাঁর পোস্টে লিখেছেন, 'কী দুঃখজনক দৃশ্য! মাউন্ট আবুর কাছে এই চিতাবাঘটির ভিডিও রেকর্ড করা হয়েছে। দেখুন আমাদের ফেলা আবর্জনা কীভাবে জঙ্গলের কাছে পৌঁছে যাচ্ছে!' সচেতনার বার্তা দিয়ে তিনি লিখেছেন, 'আসুন বন রক্ষা করি, বন্যপ্রাণীদের তাদের ঘর ফিরিয়ে দিই।'
চিতাবাঘ বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম সেরা শিকারী। গভীর জঙ্গলে থাকাই তাদের বৈশিষ্ট্য। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা জীবন লড়াই চালিয়ে যেতে পারে। এহেন চিতাবাঘটিকে প্লাস্টিক, ময়লা আবর্জনার মধ্যে মরিয়া হয়ে খাবার খুঁজতে দেখে চিন্তার ভাঁজ পরিবেশবিদ ও প্রাণীবিদদের কপালে।
ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সরব হয়েছেন নেট নাগরিকেরা। তারা বলছেন যাঁরা জঙ্গলের কাছে আর্বজনা ফেলেছেন তাঁদের শাস্তি দেওয়া হোক। কেউ কেউ বনাঞ্চল রক্ষা করার জন্য সরকারকে পদক্ষেপ করার কথাও বলেছেন। একজন ওই ভিডিওর তলায় মন্তব্য করেছেন, 'খুবই দুঃখজনক। একটি বিষয় স্পষ্ট আমরা স্বেচ্ছায় আমাদের নাগরিক কর্তব্য পালন করব না। জরিমানাই একমাত্র পথ।' অন্য একজন লিখেছেন, 'উন্নয়নের আড়ালে ওদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে। বন ধ্বংস করা হচ্ছে।'
