shono
Advertisement

OMG! সন্তানের নাম ‘Department of Statistical Information’! কারণ জানলে অবাক হবেন

এমনটাও সম্ভব!
Posted: 04:40 PM Apr 18, 2021Updated: 04:40 PM Apr 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে এমন অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের সন্তানের আজব নাম রেখেছেন। তালিকায় রয়েছে টেসলার (Tesla) মালিক ইলন মাস্কেরও (Elon Musk)। অনেকের মধ্যেও ‘একটু অন্যরকম’ হওয়ায় নামগুলো সহজে চোখেও পড়ে যায়। তবে প্রত্যেকটি বিশেষ নামের পিছনেও কিন্তু আলাদা আলাদা কারণ থাকে। কিন্তু কখনও শুনেছেন, কেবলমাত্র নিজের পুরনো কাজের জায়গাকে সম্মান জানাতে, সেই দপ্তরের নামেই নবজাতকের নাম রেখেছেন কেউ? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি।

Advertisement

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার (Indonesia) ওই ব্যক্তির নাম স্লামেত যোগা ওয়াহয়ুদি। সম্প্রতি তাঁর স্ত্রী রিরিন গর্ভবতী হয়ে পড়েছিলেন। সেই সময় স্লামেত এবং তাঁর স্ত্রীর মধ্যে একটি চুক্তিও হয়েছিল। যেখানে দুজনে ঠিক করেন, তাঁদের পুত্রসন্তান জন্মালে তার ঠিক করবেন স্লামেতই। আর শেষপর্যন্ত রিরিন একটি পুত্র সন্তানেরই জন্ম দেন। আর তাই ছেলের নামকরণের দায় বর্তায় বাবা স্লামেতের উপরেই।

[আরও পড়ুন: গিনেস রেকর্ড গড়া লম্বা চুল কাটলেন গুজরাটের ‘র‍্যাপুনজেল’ নীলাংশী, কিন্তু কেন?]

এরপরই স্লামেত নিজের ছেলের নাম রাখেন ‘Dinas Komunikasi Informatika Statistik’ অর্থাৎ ‘Department Of Statistical Communication’। কিন্তু কেন এমন একটি নাম রাখলেন তিনি? জানা গিয়েছে, এর আগে Statistical Communication দপ্তরে কাজ করতেন স্লামেত। সেই দপ্তর ছেড়ে দিলেও ভালবাসা রয়ে গিয়েছে। আর তাই নিজের সন্তানের নাম পুরনো দপ্তরের নামে রাখলেন। যদিও তাঁর এই পদক্ষেপে মোটেই খুশি নয় পরিবারের লোকজন এবং বন্ধু-বান্ধবরা। তাঁরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তবে নিজের সিদ্ধান্তে একেবারেই অনড় স্লামেত। তিনি ছেলের অতবড় নামই রাখবেন বলে ঠিক করেছেন। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই যথেষ্ট অবাক হয়েছে। কেউ কেউ বিষয়টি নিয়ে মজাও করেছেন। তৈরি হয়েছে মিমও।

[আরও পড়ুন: একেই বলে ভাগ্য! অনলাইনে আপেল অর্ডার করে iPhone পেলেন ব্যক্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার