ধীমান রায়, কাটোয়া: কথায় আছে 'সাপের পাঁচ পা দেখা।' এই বাগধারার অর্থ, নিজেকে বেশি বড় মনে করা। বাস্তবে সাপের পা দেখার সৌভাগ্য কারও কোনও দিন হয়েছে কি না জানা নেই। তবে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের খড়েরবাজার এলাকার মুরগির মাংস বিক্রেতা রিন্টু ধরের খাঁচায় ঘুরে বেড়াচ্ছে চা পা যুক্ত ব্রয়লার মুরগি।
হ্যাঁ! ঠিকই পড়েছেন। মুরগির চারটি পা। লোকমুখে বিষয়টি চাউর হতে কার্যত 'সেলিব্রেটি' হয়ে উঠেছে সে। তাকে দেখতে ভিড় করছেন এলাকার বাসিন্দারা। চড়া দামে কিনতে চাইছেন কৌতুহলীরা।
কাটোয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার খড়েরবাজারে মুরগির মাংসের দোকান রয়েছে রিন্টু ধরের। তাঁর দোকানে কাজ করেন আব্বাস শেখ। অন্যান্য দিনের মতোন সকালে নিজের কাজে বসেন তিনি। তখনই একটি মুরগি বার করতেই কার্যত আঁতকে ওঠেন আব্বাস। দেখা যায় মুরগিটির স্বাভাবিক দুটি পায়ের পাশাপাশি পিছনে ঝুলছে আরও দুটি পা! সঙ্গে সঙ্গে দোকান মালিককে ডেকে দেখান। রিন্টু নির্দেশ দেন, "ওটা মারিস না। খাঁচায় ভরে রাখ।"
এরপরই আশেপাশের দোকান মালিকরা খবর পান। তাঁদের কাছ থেকেই চার পায়ের মুরগির কথা ছড়িয়ে পড়ে বাজারে। রিন্টুর দোকানের সামনে বাড়তে থাকে ভিড়। এখন মুরগির দৌলতে লোকমুখে ঘুরে বেড়াচ্ছে রিন্টু ও তাঁর দোকানের নাম।
রিন্টু ধর জানিয়েছেন, এই মুরগিটি তিনি কাটোয়ার পাঁচঘড়ায় আর এম সি মার্কেটে এক পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে আনেন তিনি। মুরগিটির বয়স ৩৫ থেকে ৩৭ দিনের মধ্যে। ওজন দেড় কেজি। আব্বাস শেখ বলেন, "২৫ বছর ধরে মুরগি কাটার কাজ করছি। এমন মুরগি কখনও দেখিনি।" এক পশু চিকিৎসক জানিয়েছেন জিনগত ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে কারণ যাই হোক না কেন, বিস্ময় মুরগিটিকে দেখতে সকাল-বিকেল ভিড় জমাছেন স্থানীয়রা।