সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের চেষ্টার মামলায় ৪৮ বছর পরে অবশেষে শুরু হবে শুনানি। ৮১ বছরের বৃদ্ধ চন্দ্রশেখর মাধুকর কেলেকারকে এবার জামিন দিল হাই কোর্ট। পাঁচ দশক ধরে পালিয়ে বেরানো আসামীকে কী ভাবে জালে জড়াল পুলিশ?
জানা গিয়েছে, ১৯৭৭ সালে দক্ষিণ মুম্বইয়ের কোলাবায়, নিজের প্রেমিকাকে খুনের চেষ্টায় অভিযুক্ত ছিলেন কেলেকার। প্রেমিকার অন্য সম্পর্ক থাকার বিষয়ে সন্দেহ করেন ২৩ বছরের কেলেকার। সেই সন্দেহে তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করেন চন্দ্রশেখর। খুনের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু জামিন পাওয়ার পর থেকে একবারও আদালতে আসেননি কেলেকার। মুম্বই পুলিশ জানায়, যেখানে কেলেকার থাকতেন সেই বাড়ি নতুন করে তৈরি হওয়ায় তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। কেলেকারকে পলাতক ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সমনও জারি করা হয়।
পুলিশ জানিয়েছেন, ২০১৫ সালে দাপোলি থানায় একটি দুর্ঘটনার মামলায় নাম জড়ায় চন্দ্রশেখরের। সেই সূত্র ধরেই রত্নগিরি জেলা থেকে কেলেকারের খোঁজ পায় কলাবা পুলিশ। ৪৮ বছরের ব্যবধানে কেলেকারকে চেনা কঠিন হলেও পুরনো ছবি ব্যবহার করে তাঁকে চিহ্নিত করা হয়।
আদালতে কেলেকারের আইনজীবী জানিয়েছেন চন্দ্রশেখন নিজের বাড়ি বদলে ফেলায় চার্জশিট জমা পরার পরে তিনি আদালতের সমন পাননি। এছাড়াও আদালতে না আসার কারন হিসেবে অসুস্থতাকে তুলে ধরা হয়। ৮১ বছরের কেলেকারের শারীরিক অসুস্থতাকে ঢাল করে জামিনের আবেদন করেন আইনজীবী। ৪৮ বছর বাদে অবশেষে শুরু হবে শুনানি।
