সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে মানেই হই-হুল্লোড়। দেদার গান-বাজনা, নাচানাচি। এখন তো আবার প্রি-ওয়েডিং শুট ছাড়া বিয়ে ভাবাই যায় না। এই সময়েই বিয়েতে আজব ১০ শর্ত রাখলেন যুবক। যা রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে বর্তমান সময়ে দাঁড়িয়েও যে কেউ এভাবে ভেবেছেন, তা অবাক করে দিয়েছেন সকলকে।
কিন্তু কী কী শর্ত রেখেছেন যুবক?
১. বর্তমান সময়ে দাঁড়িয়ে বিয়ে মানেই প্রি-ওয়েডিং শুট। কিন্তু এই যুবকের তাতে ঘোর আপত্তি। শর্তের প্রথমটাই হল, প্রি-ওয়েডিং শুট করা যাবে না।
২. অনেকেরই বিয়েতে লেহেঙ্গা পরার শখ থাকে। এক্ষেত্রে বরের দাবি, শাড়িই পরতে হবে নববধূকে।
৩. বিয়েবাড়ি মানেই তারস্বরে গান-বাজনা। সেটাও না-পসন্দ পাত্রের। শুধু মৃদু স্বরে বাজানো যাবে ইনস্ট্রুমেন্টাল মিউজিক।
৪. দেখা যায়, মালাবদলের সময় বিয়ের মণ্ডপে ভিড় করেন পরিবারের সদস্য-বন্ধুবান্ধবরা। কিন্তু পাত্রের শর্ত, মণ্ডপে থাকবেন শুধুই বর ও বউ।
৫. বিয়ের মণ্ডপে দেখা যায়, মালাবদলে সময় বর ও কনেকে পিঁড়িতে বসা অবস্থাতেই উঁচুতে তোলা হয়। এক্ষেত্রে করা যাবে না তা। কেউ চেষ্টা করলে তাঁকে বিয়ের আসর ছাড়তে হবে!
৬. পুরোহিত বিয়ে শুরু করলে কেউ কোনও কারণেই তাঁদের বিরক্ত করতে পারবেন না।
৭. দেখা যায়, ছবির জন্য একাধিকবার সিঁদুরদান করতে বলেন ফটোগ্রাফাররা। শুধুমাত্র ছবির জন্য আরও অনেক নিয়মই পালন করতে হয় সময় নিয়ে। এক্ষেত্রে সাফ কথা, এসব চলবে না। একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই ছবি তোলার অনুমতি পাবেন ফটোগ্রাফাররা।
৮. ছবি ভালো করতে অহেতুক 'উলটো-পালটা' পোজ দেবে না বর-কনে।
৯. দিনের আলোয় করতে হবে বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যার মনে হবে বিদায়। কারণ, রাতে অনুষ্ঠান হলে খাওয়াদাওয়া হতে মধ্যরাত। ফলে আমন্ত্রিতদের নানারকম শারীরিক সমস্যা হতে পারে। বাড়ি ফিরতেও সমস্যা হতে পারে।
১০. কেউ যদি বর-কনেকে চুম্বন বা জড়িয়ে ধরতে বলে, তাকেও বের করে দেওয়া হবে মণ্ডপ থেকে।
নিশ্চয়ই ভাবছেন, কেন এই শর্ত? পাত্রের যুক্তি, রীতিকে সম্মান করতে হবে। তার মাধুর্য বজায় রাখতে হবে।
