shono
Advertisement
Offbeat News

'ভেরি সুন্দর...', দিওয়ালিতে ভারতীয় প্রেমিকার মায়ের উপহারে আপ্লুত আইরিশ প্রেমিক

ধন্যবাদ জানিয়ে আইরিশ যুবকের এমন ভাঙা হিন্দিতে মুগ্ধ নেটদুনিয়া। আপনি দেখেছেন ভিডিওটি?
Published By: Sucheta SenguptaPosted: 05:46 PM Oct 20, 2025Updated: 05:47 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালি মানে তো আলোর উৎসব। নিজের চারপাশে তো বটেই, সাত সমুদ্র তেরো নদীর পাড়েও সেই আলো জ্বালিয়ে দেওয়া। 'বসুধৈব কুটম্বকম' মন্ত্রে সকলকে আপন করে নেওয়া। ছোট ছোট উপহার, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময়ে পরস্পরের মধ্যেকার আঁধারটুকু ঘুচিয়ে দেওয়ার প্রয়াস। সেভাবে মেয়ের প্রেমিককে নিকট আত্মীয়তার বাঁধনে বেঁধে ফেলার উদ্দেশে উপহার পাঠিয়েছিলেন ভারতীয় মা। বিনিয়মে বিদেশি যুবকের কাছ থেকে যা পেলেন, তা আপনজনেরই অনুভূতি। ভাঙা ভাঙা হিন্দিতে আইরিশ যুবক বললেন, 'ভেরি সু্ন্দর...'। মিষ্টি ভিডিওটি দেখে মুগ্ধ নেটিজেনরা।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সংস্কৃতি ড্যারেন এক ইউজার। ভিডিওর নিচে লেখা - 'কিছু মুহূর্ত ভাষায় হয় না।' ভিডিওটি কীসের? দেখা যাচ্ছে, এক বিদেশি যুবকের সামনে বাক্সভর্তি লাড্ডু, সন্দেশ। যুবকের মুখ হাসি হাসি। বোঝা যাচ্ছে, আনন্দে ঝলমল করছেন তিনি। সেখানে তাঁকে ভাঙা ভাঙা হিন্দিতে বলতে শোনা যাচ্ছে, ''আপনি কেমন আছেন? আপনার পার্সেল পেয়েছি।'' এরপরই যুবককে বলতে শোনা গেল - 'ভেরি সুন্দর'। আর তাতেই হেসে খুন নেটিজেনরা।

ভিডিওর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে আসল গল্পটা। ভারতীয় প্রেমিকার মায়ের তরফে এসেছে দিওয়ালির উপহার। দু'বাক্স ভর্তি লাড্ডু আর বিশেষ ধরনের মিষ্টি (আনারসা)। তা পেয়েই আপ্লুত আইরিশ প্রেমিক। আর তাঁর ওই প্রতিক্রিয়ার ভিডিও করে রেখেছেন প্রেমিকা। সঙ্গে লিখেওছেন, 'আমার আইরিশ প্রেমিক ভারতীয় মায়ের পাঠানো দিওয়ালির উপহার পেয়ে ধন্যবাদ জানাচ্ছে।' কেউ কেউ ভিডিওটি দেখে বলছেন, এটাই আসলে আত্মীয়তা, যেখানে ভাষা কোনও বাধাই নয়। কারও মত, আইরিশ যুবকটি যে খুব ভালো মানুষ, এই ভিডিওতেই তা স্পষ্ট। কেউ কেউ মন্তব্য করেছেন, এই হিন্দি বলার চেষ্টাটাই খুব বড় ব্যাপার। কারও কমেন্ট, ভারতীয় ঐতিহ্যের জাদুই এরকম। সকলকে সহজে আপন করে নিতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিওয়ালির আলো ছড়িয়ে পড়ল সুদূর সাগরপাড়েও।
  • ভারতীয় প্রেমিকার মায়ের উপহার পেয়ে আপ্লুত আইরিশ প্রেমিক।
  • ভাঙা ভাঙা হিন্দিতে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, 'ভেরি সুন্দর।'
Advertisement