shono
Advertisement

Breaking News

Offbeat News

প্রেমের বিমা করিয়ে মাস্টারস্ট্রোক! ৩ হাজারে মিলল সোয়া লক্ষ, পোয়া বারো চিনা তরুণীর

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। তখন য়্যু নামের এক তরুণী এবং তাঁর প্রেমিক ওয়াং দুজনেই স্কুলের পড়ুয়া। হুজুগের বশেই 'চায়না লাইফ প্রোপার্টি অ্যান্ড ক্যাজুয়ালটি ইনসুরেন্স ' থেকে একটি প্রেমের বিমা কেনেন য়্যু।
Published By: Buddhadeb HalderPosted: 04:29 PM Jan 15, 2026Updated: 05:43 PM Jan 15, 2026

প্রেম মানেই কি শুধু আবেগের জোয়ার? তাতে যদি কিছুটা ব্যবসায়িক বুদ্ধি মেশানো থাকে, তাহলে মন্দ কী? চিনের এক তরুণী অন্তত তেমনই মনে করেছিলেন। প্রায় এক দশক আগের কথা। শখের বসে করা এক বিমা আজ তাঁকে লাখপতি করে দিল। মাত্র ২৮ ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় আড়াই হাজার টাকা) খরচ করে তিনি পকেটে পুরলেন ১,৪০০ ডলার বা প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। সম্প্রতি চিনের শানজি প্রদেশের শিয়াং শহরের এই ঘটনায় মজেছে নেটপাড়া।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। তখন য়্যু নামের ওই তরুণী এবং তাঁর প্রেমিক ওয়াং দুজনেই স্কুলের পড়ুয়া। হুজুগের বশেই 'চায়না লাইফ প্রোপার্টি অ্যান্ড ক্যাজুয়ালটি ইনসুরেন্স ' থেকে একটি 'লাভ ইনসুরেন্স ' বা প্রেমের বিমা কেনেন য়্যু। শর্ত ছিল সহজ। বিমা কেনার ৩ থেকে ১০ বছরের মধ্যে যদি ওই যুগল বিয়ে করেন, তবে মিলবে ১০ হাজার ইউয়ান অথবা ১০ হাজার লাল গোলাপ।

প্রেমিকা যখন বিমাটি কিনে উপহার দিয়েছিলেন, ওয়াংয়ের প্রথম প্রতিক্রিয়া ছিল, "মেয়েটা নির্ঘাত ঠকেছে!" জালিয়াতির ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেম যে শুধু অন্ধ নয়, হিসেবিও হতে পারে, তা প্রমাণ হল গত অক্টোবর মাসে। স্কুল জীবনের সেই প্রেম গড়িয়েছে ছাদনাতলায়। ২০২৫-এর অক্টোবরে আইনি বিয়ে সারতেই কপাল খুলে গেল তাঁদের।

বিমা সংস্থা তাঁদের অপশন দিয়েছিল— নগদ টাকা নেবেন নাকি ১০ হাজার গোলাপ? নবদম্পতির সাফ জবাব, "বিয়ে মিটে গিয়েছে, এখন ১০ হাজার গোলাপ দিয়ে কী করব? অত ফুল শুকিয়ে যাবে।" তাই তাঁরা নগদ টাকাটাই বেছে নিয়েছেন। বিমা সংস্থা থেকে সবুজ সংকেতও মিলেছে। নথিপত্র জমা দিলেই হাতে আসবে ১.২৫ লক্ষ টাকা।

চিনে এক সময় এই ধরনের বিমা বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু পরে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় ২০১৭ সাল থেকে এই স্কিম বন্ধ করে দেয় সংস্থাগুলি। তবে যাঁরা আগে কিনেছিলেন, তাঁদের বিমা এখনও বৈধ। য়্যু এবং ওয়াংয়ের এই কাহিনি ছড়িয়ে পড়তেই চিনা সোশাল মিডিয়ায় হাসির রোল। কেউ লিখছেন, "ইশ! আমরা কেন এমন বিমা করলাম না!" আবার কেউ রসিকতা করে বলছেন, "বিমা কোম্পানি বোধহয় ভেবেছিল তিন বছরের বেশি প্রেম টেকে না!"

আপাতত মধুচন্দ্রিমা সেরে বাড়ি ফিরেছেন দম্পতি। এবার বিমার টাকায় জমিয়ে ভোজ দেওয়ার অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement