shono
Advertisement
Anime

ধুলোমুঠি সোনামুঠি! ধূলিধূসরিত গাড়ির কাচেই দুরন্ত ছবি আঁকলেন পেট্রল পাম্প কর্মী

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
Published By: Biswadip DeyPosted: 11:20 PM Nov 06, 2025Updated: 11:22 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুলোয় ধূসর গাড়ির কাচগুলি। সেটাই যে এমন ক্যানভাস হতে পারত কে জানত! আজকের প্রজন্মের কাছে অ্যানিমের গুরুত্ব অপরিসীম। আর জনপ্রিয় অ্যানিমে চরিত্র গোকুকেও একডাকে চেনে গোটা বিশ্ব। সেই তাকেই কিনা এহেন এক ধূলিধূসরিত কাচে এঁকে ফেললেন এক পেট্রল পাম্প কর্মী। তাঁর আঁকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

নীল ইউনিফর্ম পরিহিত কর্মীটিকে দেখা যাচ্ছে আঙুলকেই তুলি বানিয়ে ধুলোর মধ্যে আঁকা শুরু করতে। এবং চোখের পলকেই সেখানে আঁকা হয়ে যাচ্ছে গোকুর প্রতিবিম্ব। আকিরা তোরিয়ামার প্রায় কিংবদন্তি হয়ে ওঠা চরিত্রটিকে এত সহজে এঁকে ফেলা দেখে তাজ্জব নেটিজেনরা। কথায় বলে ধুলোমুঠি সোনামুঠি। সেই প্রবাদই স্মরণ করালেন এই প্রতিভাধর আঁকিয়ে। যা বুঝিয়ে দিল দামি ক্যানভাস কিংবা দুর্দান্ত রং-তুলির সমাহার ছাড়াও শিল্পসৃষ্টি সম্ভব।

অনেকেই স্কেচটিকে একটি অসাধারণ শিল্পকর্ম বলে অভিহিত করেছেন। ভূয়সী প্রশংসা করেছেন ওই পেট্রল পাম্প কর্মচারীর দক্ষতার। ভিডিওটি ইনস্টাগ্রামে জয়ন উল আবিদিন শেয়ার করা মাত্রাই ভাইরাল। ইতিমধ্যেই ৮ লক্ষ ছাপিয়ে গিয়েছে ভিউ। এক নেটিজেন লিখছেন, 'যখন আত্মা পুড়ে যায় তখন শিল্প ছাই থেকে উঠে আসে।' আরেকজন লেখেন, ওই কর্মী ভুল পেশায় এসেছেন। তাঁর শিল্পী হওয়ার কথা। অন্য একজনকে লিখতে দেখা যায়, 'এভাবেই বহু মানুষ স্বপ্নকে ত্যাগ করে পরিবারের দায়িত্ব নেয়।' মন্তব্যগুলি পরিষ্কার করে দেয়, গুণীর গুণের কদর আজ নেট ভুবনের মাধ্যমে সব সময়ই সম্ভব। নিজে অন্য পেশায় থেকেও স্বপ্নকে বুকের মধ্যে লালন করতে পারলে সেই প্রতিভাও স্বীকৃতি পেতে পারে। এই ভাইরাল ভিডিও যেন সেই কথাই মনে করিয়ে দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জনপ্রিয় অ্যানিমে চরিত্র গোকুকেও একডাকে চেনে গোটা বিশ্ব।
  • সেই তাকেই কিনা এহেন এক ধূলিধূসরিত কাচে এঁকে ফেললেন এক পেট্রল পাম্প কর্মী।
  • তাঁর আঁকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
Advertisement