shono
Advertisement
Rajasthan

অফিসে না গিয়েই বেতন ৩৭ লক্ষ! তদন্তকারীদের জালে স্ত্রী-সহ সরকারি আধিকারিক

প্রদ্যুম্ন দীক্ষিত নিজেই তার স্ত্রীর ভুয়ো উপস্থিতির রিপোর্ট অনুমোদন করেছেন।
Published By: Anustup Roy BarmanPosted: 10:33 AM Oct 27, 2025Updated: 10:33 AM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই সঙ্গে দুই চাকরি। দুই বছরে একবারও যাননি কোনও অফিসে। তবুও ব্যাঙ্কে এসেছে ৩৭.৫৪ লক্ষ টাকা মাইনে। এমনই অবাক কাণ্ড ঘটেছে রাজস্থানে। এই ঘটনায় নাম জড়িয়েছে রাজস্থান সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রদ্যুম্ন দীক্ষিত এবং তাঁর স্ত্রী পুনম দীক্ষিতের।

Advertisement

জানা গিয়েছে, রাজস্থান সরকারের অধীনে থাকা রাজকম্প ইনফো সার্ভিসের যুগ্ম অধিকর্তা পদে কর্মরত ছিলেন প্রদ্যুম্ন। সেই পদে থাকাকালীন, দু'টি বেসরকারি সংস্থা ওরিয়নপ্রো সলিউশন্স এবং ট্রিজেন সফটওয়ার লিমিটেডকে সরকারি টেন্ডার পাইয়ে দেন তিনি। এর বিনিময়ে তাঁর স্ত্রী পুনমকে ওই দুই সংস্থায় কর্মরত হিসেবে দেখিয়ে বেতন দেওয়ার দাবি করেন ওই আধিকারিক। সেই হিসেবেই একদিনও অফিসে না গিয়েছে ৩৭.৫৪ লক্ষ টাকা বেতন পেয়েছেন পুনম।

এই ঘটনায় রাজস্থান হাই কোর্টে একটি পিটিশন জমা করা হয়। এরপরেই আদালতের নির্দেশে, তদন্ত শুরু করে দুর্নীতি বিরোধী তদন্তকারী দল। তদন্তে উঠে এসেছে, পুনম দীক্ষিত দুই সংস্থা থেকেই প্রতি মাসে মাইনে পাচ্ছিলেন। ওরিয়নপ্রো সলিউশন্স তাঁকে সংস্থার কর্মী হিসেবে দেখায়। অন্যদিকে, ট্রিজেন তাঁকে ফ্রিল্যান্সার হিসেবে মাইনে দেয়।

এসিবির তদন্তে জানা গেছে যে, ওরিয়নপ্রো সলিউশনস এবং ট্রিজেন সফটওয়্যার লিমিটেড জানুয়ারী ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে পুনম দীক্ষিতের পাঁচটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন হিসেবে মোট ৩৭ লক্ষ ৫৪ হাজার ৪০৫ টাকা পাঠিয়েছে। যদিও পুনম দীক্ষিত পুরো সময়কালে কখনও দুটি অফিসের একটিতেও যাননি। প্রদ্যুম্ন দীক্ষিত নিজেই তাঁর স্ত্রীর ভুয়ো উপস্থিতির রিপোর্ট অনুমোদন করেছেন। এই সময়েই দুই সংস্থা সরাকারি টেন্ডার পেয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই বছরে একবারও যাননি কোনও অফিসে।
  • তবুও ব্যাঙ্কে এসেছে ৩৭.৫৪ লক্ষ টাকা মাইনে।
  • ঘটনায় নাম জড়িয়েছে রাজস্থান সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রদ্যুম্ন দীক্ষিত এবং তাঁর স্ত্রী পুনম দীক্ষিতের।
Advertisement