shono
Advertisement
Ratan Tata

সঙ্কটজনক পথকুকুর, রক্ত চেয়ে সোশাল মিডিয়ায় আবেদন খোদ রতন টাটার

রক্তের জন্য মুম্বইবাসীর কাছে আর্জি টাটার।
Published By: Kishore GhoshPosted: 03:25 PM Jun 27, 2024Updated: 03:27 PM Jun 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত মাস বয়স। গুরুতর অসুস্থ। মূলত জ্বর আর অ্যানিমিয়ায় ভুগছে। রক্তের প্রয়োজন। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। একটি অসুস্থ পথকুকুরের জন্য রক্ত চেয়ে এভাবেই মুম্বইবাসীর কাছে আর্জি জানিয়েছেন তিনি।

Advertisement

টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পশুপ্রেম সকলের জানা। বিশেষ করে কুকুরের প্রতি তাঁর ভালবাসা কারও অজানা নয়। বাড়িতে একাধিক পোষ্য রয়েছে তাঁর। এছাড়াও মাঝেমাঝেই পথকুকুরদের সেবায় হাত বাড়ান তিনি। এবারের ঘটনা তেমনই। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পথকুকুরের ছবি পোস্ট করেন তিনি। সেখানেই জানান, সঙ্গটজমক অবস্থায় একটি কুকুরকে উদ্ধার করা হয়েছে। সাত মাসের কুকুরটি জ্বর এবং অ্যানিমিয়ায় ভুগছে। রক্তের প্রয়োজন। রক্তের জন্য মুম্বইবাসীর কাছে আর্জিও জানান তিনি।

 

[আরও পড়ুন: NEET প্রশ্নফাঁস দুর্নীতি মানলেন রাষ্ট্রপতি, দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার বার্তা]

এর আগেও সমাজমাধ্যমে কুকুরের ছবি পোস্ট করেছেন রতন টাটা। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর তাঁর টুইট করা একটি ছবি নেটিজেনদের হৃদয় জিতে নিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, তুমুল বৃষ্টির মধ্যে এক ব্যক্তি নিজের ছাতার তলায় একটি পথকুকুরকে আশ্রয় দিয়েছেন। ছবিটি সেই সময় ভাইরাল হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি টাটা সংস্থার একজন কর্মী।

 

[আরও পড়ুন: অলস ভারত! প্রাপ্তবয়স্ক নাগরিকদের অর্ধেকই ‘আনফিট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগেও সমাজমাধ্যমে কুকুরের ছবি পোস্ট করেছেন রতন টাটা।
  • টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পশুপ্রেম সকলের জানা।
Advertisement