সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন'কেও হার মানাবে এই ঘটনা। 'মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার'-এর মতো প্রবাদও কম পড়ে যাবে সম্ভাবত! এ যেন রাতারাতি ধনকুবের হওয়ার কাহিনি। মধ্যপ্রদেশের এক আইনজীবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকা ঢোকে ২,৮১৭ কোটি টাকা। তারপর?
ওই আইনজীবীর নাম বিনোদ দঙ্গল। তিনি ধার জেলার ধামনোদ শহরের বাসিন্দা। হঠাৎ বিনোদ খেয়াল করেন তাঁর অ্যাকাউন্টে ২,৮১৭ কোটি টাকা ঢুকেছে। হারসিল অ্যাগ্রো লিমিডেট কোম্পানির ২.১৪ কোটি দামের ১,৩১২টি শেয়ারের অর্থ ঢোকে তাঁর অ্যাকাউন্টে। যা দেখে চক্ষু চড়কগাছ হয় স্থানীয় ওই আইনজীবীর। বিনোদ বলেন, "কয়েক মিনিটের জন্য আমার মনে হচ্ছিল গোটা পৃথিবীটাই বুঝি বদলে গিয়েছে। একসঙ্গে পৃথিবীর সমস্ত লটারি জিতে নিয়েছি আমি!"
যদিও কয়েক মিনিটের মধ্যেই দিবাস্বপ্নের অপমৃত্যু হয়। বিনোদ দঙ্গলের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২,৮১৭ কোটি টাকা। এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালের ২৬ জুলাই গুজরাটের বাসিন্দা রমেশ সাগর নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে ১১ কোটি টাকা ঢুকেছিল। এবারও কয়েক ঘণ্টার মধ্যে গায়েব হয় ওই বিপুল অঙ্কের অর্থ। গরিব কিংবা নিম্নবিত্তের মানুষের জন্য এরচেয়ে বিড়ম্বনার আর কী বা হতে পারে!
