সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুটিয়ে প্রেম করেছেন দু'জনে। এবার একসঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য নিজে প্রেমিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তরুণী। কিন্তু এ কী কাণ্ড! সঙ্গীর বাবাকে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। কারণ হবু শ্বশুরই যে ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। শেষমেশ কী করলেন তিনি?
জানা গিয়েছে, এই ঘটনা স্কটল্যান্ডের। ওই তরুণের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল তরুণীর। প্রথমে বন্ধুত্ব, তারপর তা গড়ায় ভালোবাসার সম্পর্কে। দীর্ঘদিন প্রেম করার পর তাঁরা দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের কথা জানাতেই প্রেমিকের সঙ্গে একটি রেস্তরাঁয় যান তরুণী। সেখানে তরুণের বাবা-মা আসেন। কিন্তু হবু শ্বশুরকে দেখে আঁতকে ওঠেন তরুণী। কারণ ওই ব্যক্তি তাঁর প্রাক্তন প্রেমিক। এক সময় তাঁরা সম্পর্কে ছিলেন।
ওই তরুণীর দাবি, গত বছর বড়দিনে এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। দু'জনেই প্রেমের সঙ্গে জড়ান। বেশ কিছু দিন সম্পর্কে থাকার পর অবশ্য তা ভেঙে যায়। তখন যে সেই ব্যক্তি তাঁর আসল পরিচয় গোপন করেছিলেন তা বুঝতে পারেন তরুণী। তরুণী জানান, সেই সময় সম্পর্কে থাকাকালীন তিনি জানতেন না যে, ওই ব্যক্তি বিবাহিত। এক সন্তানের পিতা। চোখেমুখে বয়সের ছাপ ফুটে না ওঠার কারণে তিনি বুঝতে পারেননি। তাই বিনা সন্দেহে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু ভবিষ্যতে যে তাঁর সঙ্গে এমন হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তরুণী। প্রাক্তন প্রেমিকের পুত্রকেই যে বিয়ে করতে হবে তা ভেবেই এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না তরুণী। অতীত আর বর্তমান নিয়ে বিস্তর দ্বন্দ্ব চলছে তরুণীর মনে। এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া যায় তা নেটিজেনদের থেকে জানতে চেয়েছেন তরুণী।