Advertisement

OMG! ছোট্ট সিম কার্ডের মধ্যেই সোনু সুদের ছবি আঁকলেন অনুরাগী, কী প্রতিক্রিয়া তারকার?

08:25 PM Oct 08, 2021 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) কালে আম জনতার রবিনহুড হয়ে উঠেছেন। পেয়েছেন ‘মসিহা’ তকমা। এদিকে আবার তাঁর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে তাতে সোনু সুদের (Sonu Sood) জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। নিত্যদিনই বলিউড তারকাকে নানা কাজের মাধ্যমে কুর্নিশ জানান তাঁর অনুরাগীরা। এবারে সোমিন নামের এক অনুরাগী শেয়ার করেছেন সোনুর মুখ আঁকা সিম কার্ডের ছবি। 

Advertisement

ছোট্ট সিমকার্ডটি হাতের তালুর এক্কেবারে মাঝখানে রেখে ছবিটি তোলা হয়েছে। যেখানে সোনু সুদের মুখ আঁকা হয়েছে। অনুরাগীর এই শিল্পকর্ম বেশ পছন্দ হয়েছে সোনুর। টুইটারে সোমিনের পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বিনামূল্যে ১০ জি নেটওয়ার্ক।’

googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1630720090-3');});

 

[আরও পড়ুন: Aryan Khan Drug Case: ফের আরিয়ানের জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে শাহরুখপুত্রকে!]

গতবছর করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গোটা দুনিয়ার মন জয় করে নেন সোনু। তারপর থেকে যখনই কেউ বিপদে পড়েছেন সোনু বার বার পাশে দাঁড়িয়েছেন।  কারও দোকান ঠিক করে দিয়েছেন, কারও চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন, অনেককে আবার অনলাইন ক্লাসের জন্য মোবাইল-ল্যাপটপ পাঠিয়ে দিয়েছেন। 

এহেন সোনু সুদের অফিসেই আয়কর দপ্তর হানা দেয়। কয়েকদিন আগে খবর আসে আম আদমি পার্টিতে নাকি যোগ দিচ্ছেন সোনু সুদ। তবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি সোনু। তবে মনে করা হচ্ছে, AAP-এর সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই সোনুকে ফাঁসানোর চেষ্টা চলছে। এর আগে অভিনেতার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিল বৃহণ্মুম্বই পুরনিগম (BMC)। নিজের বিরুদ্ধে ওঠা করফাঁকি দেওয়ার অভিযোগের জবাবে সোশ্যাল মিডিয়ায় সোনু লিখেছিলেন, “সব সময় নিজের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন পড়ে না। সময়ও সব কিছুর উত্তর দিয়ে দেয়। “

[আরও পড়ুন: জিতের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁঁধতে মুখিয়ে রয়েছেন, একান্ত সাক্ষাৎকারে জানালেন অঙ্কুশ]

Advertisement
Next