shono
Advertisement
Spiderman

দেখো কাণ্ড! বৈষ্ণব সন্ন্যাসীদের সঙ্গে কৃষ্ণনামে আত্মহারা স্পাইডারম্যান! ভাইরাল ভিডিও

এবার কি বৃন্দাবনে গিয়ে সন্ন্যাস নেবে স্পাইডারম্য়ান।
Published By: Kishore GhoshPosted: 06:53 PM Dec 06, 2025Updated: 06:58 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গোটা পৃথিবীতে কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়েছিলেন। আজ ইসকনের মন্দিরের শাখা কোন দেশে নেই! সঙ্গে সাহেব বৈষ্ণবের ছড়াছড়ি দেশ-বিদেশে। তাই বলে স্পাইডারম্যানরাও 'হরে কৃষ্ণ' গাইতে গাইতে নাচতে শুরু করবেন! সম্প্রতি সমাজমাধ্যমে এমন একটি ভিডিওই ভাইরাল হয়েছে। সেখানে স্পাইড্যারম্য়ানের পোশাক পরা একাধিক ব্যক্তিকে দেখা গিয়েছে। ছিলেন মার্ভেল কমিক্সের চরিত্রের সাজে এক ব্যক্তিও। তাঁদের সমবেত ভাবে কৃষ্ণনাম করতে দেখা গিয়েছে। কীভাবে এমনটা সম্ভব হল?

Advertisement

স্পাইডারম্য়ান প্রজন্মের পর প্রজন্ম ধরে গোটা বিশ্বে জনপ্রিয় এক 'সুপারম্যান' চরিত্র। সিনেমা, সিরিজ, নাটক এমনকী রাস্তাঘাটেও স্পাইডারম্য়ানে সাজে দেখা যায় বহুরূপীদের। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে বিভিন্ন রঙের তেমন পাঁচ জন স্পাইডারম্যানকে দেখা গিয়েছে। একজনকে দেখা গিয়েছে মার্বেল কমিক্সের চরিত্রের মতো কালো পোশাক ও টুপিতে। এ তো সামান্য বিষয়। আসল কথা হল একদল বৈষ্ণব সন্ন্যাসীর সঙ্গে 'হরে কৃষ্ণ...' গাইতে দেখা গিয়েছে এই স্পাইডারম্য়ান এবং মার্ভেল কমিক্সের চরিত্রে সাজা ব্যক্তিদের। সন্ন্যাসীদের সঙ্গে নাচ, গান ও কর্তালের তালে গাইতে দেখা গিয়েছে তাঁদের।

এমন ভিডিও দেখে বিচিত্র মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন "গীতার শ্লোকে স্পাইডারম্যান।" আর এক নেটিজেন লিখেছেন, 'ভক্তির বহুভাষ্য'। আর এক জনের মন্তব্য, "স্পাইডার---বস্তু পৃথিবী থেকে বহুদূরে এবং কৃষ্ণ দুনিয়ার কাছে"। অন্য এক জন এক কদম এগিয়ে লিখেছেন, "বৃন্দাবনে আসতে চলেছেন স্পাইডারম্য়ান"।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্পাইডারম্য়ান প্রজন্মের পর প্রজন্ম ধরে গোটা বিশ্বে জনপ্রিয় চরিত্র।
  • এই ভিডিও দেখে বিচিত্র মন্তব্য করছেন নেটিজেনরা।
Advertisement