shono
Advertisement
Salary Growth

বেতন ১৮ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার! ৫ বছরে তথ্যপ্রযুক্তি কর্মীর আয়বৃদ্ধিতে বিস্মিত নেট ভুবন

কীভাবে হল অসাধ্যসাধন, জানাচ্ছেন ওই কর্মী।
Published By: Biswadip DeyPosted: 07:05 PM Nov 07, 2025Updated: 07:05 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসে রোজগার ছিল ১৮ হাজার টাকা। পাঁচ বছর আগে। এটা স্বাভাবিকই যে, এই কয়েক বছরে বেতন লাফিয়ে বাড়বে। কিন্তু কত বাড়তে পারে? নিশ্চিতভাবেই এই মুহূর্তে ভাইরাল হওয়া তথ্যপ্রযুক্তি কর্মীর ক্ষেত্রে বেতনের অঙ্কটা অভাবনীয়! ১৮ হাজার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকায়! এমন পোস্ট ভাইরাল না হয়ে পারে?

Advertisement

রুটিরুজির টানেই অষ্টপ্রহরের ছুটে বেড়ানো... তবু বেতনবৃদ্ধির অঙ্কটা মনঃপুত ক'জনের আর হয়? আর যাঁদের হয়ও, তাঁদের কাছেও এই বৃদ্ধি অসম্ভবের চেয়েও বেশি কিছু! সোশাল মিডিয়ায় এসম্পর্কে লিখতে গিয়ে ওই তথ্যপ্রযুক্তিকর্মী লিখেছেন, ''একটা ছোট্ট জয়ের গল্প শোনাই। ৫ বছর আগে একটা ছোট্ট স্টার্টআপ খুলেছিলাম। মাসে রোজগার হত ১৮ হাজার টাকা। ব্যাপারটা সহজ ছিল না। চলার পথে ঘণ্টার পর ঘণ্টা কাজ, প্রচুর ভুল, অনেক কিছু শেখাও... যদি আজকের দিনে ফাস্ট ফরোয়ার্ড করি... এখন আমার রোজগার ১.৮ লক্ষ/মাস। ৫ বছরে ১০ গুণ বৃদ্ধি। প্রতিটি গভীর রাত পর্যন্ত কাজ, প্রতিটি অধ্যবসায় থেকে প্রাপ্ত সাফল্যের জন্য সত্যিই গর্বিত এবং কৃতজ্ঞ বোধ করছি। যাঁরা এখনও শিখছেন... চালিয়ে যান।''

পোস্টটি ভাইরাল হতে সময় লাগেনি। এক নেটিজেন আবার তাঁর অভিজ্ঞতাও শেয়ার করেছেন। জানিয়েছেন, মাসে ১৩ হাজার টাকা রোজগার থেকে ৬ মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা হয়েছে। এবং সেটা কর দেওয়ার পরই। তিনি লিখেছেন, 'এই অভিজ্ঞতা যেন রোলার কোস্টার। কত পরিশ্রম, ব্যর্থতা, আঘাত, ছোট ছোট জয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলা।' আরেক নেটিজেন লিখছেন, 'আপনার সাপ্তাহিক কত রোজগার জানাবেন? কীভাবে কাজের সঙ্গে সঙ্গেই দক্ষতা বৃদ্ধি করেন? কীভাবেই বা পুরো বিষয়টার উপরে ফোকাস রাখেন?' এমনই আরও নানা মত। সব মিলিয়ে স্বপ্নের এই উত্তরণে কেউ নিজের সাফল্যকে খুঁজে পেয়েছেন। কেউ পেয়েছেন অনুপ্রেরণা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাসে রোজগার ছিল ১৮ হাজার টাকা। পাঁচ বছর আগে। এটা স্বাভাবিকই যে, এই কয়েক বছরে বেতন লাফিয়ে বাড়বে।
  • কিন্তু কত বাড়তে পারে? নিশ্চিতভাবেই এই মুহূর্তে ভাইরাল হওয়া তথ্যপ্রযুক্তি কর্মীর ক্ষেত্রে বেতনের অঙ্কটা অভাবনীয়!
  • ১৮ হাজার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকায়!
Advertisement