সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ! একদিকে কালীপুজো অন্যদিকে দীপাবলি। সেই সাধ থেকে কর্মীরা যাতে বঞ্চিত না হন, সেই জন্য ৯ দিনের লম্বা ছুটি দিয়েছে দিল্লির এক সংস্থা। একেবারে ইমেল করে এই বার্তা দিয়েছেন খোদ সংস্থার সিইও। যেখানে লেখা হয়েছে, 'এই দীপাবলিতে ইমেইল করা বন্ধ করো, প্রচুর মিষ্টি খাও।'' খোদ সংস্থার কাছ থেকে এমন ইমেল পেয়ে খুশিতে আত্মহারা কর্মীরাও।
এক কর্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '' অনেক কর্মক্ষেত্রেই সংস্থার সংস্কৃতি নিয়ে কথা বলা হয় ঠিকই, তবে এখানে সত্যিই কর্মীদের নিয়ে ভাবা হয়।'' একইসঙ্গে উৎসবে পরিবারের সঙ্গে সময় কাটাতে যেভাবে ছুটি দেওয়া হয়েছে সেই কথাও তুলে ধরেছেন ওই কর্মী।
দিল্লির ওই সংস্থার নাম এলিট মার্কিউ। এটি একটি পিআর সংস্থা। বর্তমান সময়ে কাজের চাপে কার্যত জর্জরিত কর্মীরা। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাঝেও ল্যাপটপ হাতে বসে থাকতে দেখা যায় কর্মীদের। শুধু তাই নয়, উৎসবের আবহে ছুটি পাওয়াটাও অনেক সময় চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে দীপাবলির আগে এমন একটা ইমেল কর্মীদের মনে আলাদা আনন্দ দিয়েছে। সিইও রজত গ্রোভারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
সিইও-র তরফ থেকে কর্মীদের একটি চিঠি দিয়ে ওই ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে। সেখানে তিনি লিখেঠেন, 'অফিশিয়াল ইমেল একেবারেই দেখবেন না। ৯ দিনের ছুটি উপভোগ করুন। সারারাত পরিবারের সঙ্গে কাটান। আর মিষ্টি খান।' এমন সিদ্ধান্তে রীতিমতো সা়ড়া পড়ে গিয়েছে। অন্যান্য সংস্থার সিইও-রাও কি এমনটাই ভাববেন ভবিষ্যতে? সেই আশাই করছেন কর্মীরা।
