সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের ব্যস্ততা নেই। দু'জনে ছুটি কাটাতে গিয়েছেন। উদয়পুরের (Udaipur) বিলাসবহুল হোটেলে উঠেছেন। ঘুম থেকে উঠে ভাবেন স্নান। অনাবৃত শরীরে একসঙ্গে ঢুকে যান হোটেলের শৌচালয়ে। অন্তরঙ্গ মুহূর্তে অঘটন। বিনা অনুমতিতেই ঘরে ঢুকে পড়লেন হোটেল কর্মী। তাও আবার হোটেলের ঘরের মাস্টার কি বা মূল চাবি ব্যবহার করে। ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নড়েচড়ে বসল চেন্নাইয়ের ক্রেতা সুরক্ষা আদালত। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উদয়পুরের (Udaipur) লীলা প্যালেস বিলাসবহুল হোটেলগুলির মধ্যে অন্য়তম। চেন্নাইয়ের দম্পতি ওই হোটেলে ওঠেন বেশ কয়েকদিন আগে। লীলা প্যালেসের 'লেক ভিউ রুম' ভাড়া নেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘর পরিষ্কার করেন এমন এক হোটেল কর্মী মূল চাবি নিয়ে ঘরে ঢুকে পড়েন। সেই সময় তাঁরা শৌচালয়ে একসঙ্গে স্নান করছিলেন। একে অন্যের মধ্যে ডুবে ছিলেন দু'জনে। আর ঠিক সেই সময় হোটেল কর্মীকে ঘরে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন দম্পতি। তাঁরা আঁতকে ওঠেন। কোনওক্রমে পোশাক বদলে দৌড়ে যান হোটেলের রিসেপশনে। সেই সময় রিসেপশনের দায়িত্বে থাকা এক কর্মীকে গোটা ঘটনা জানান। ওই কর্মী বিনা অনুমতিতে ঘরে ঢুকে লুকিয়ে তাঁদের স্নান দেখছিল বলে অভিযোগ করেন দম্পতি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সদুত্তর পাননি।
বাধ্য হয়ে তাঁরা আইনি ব্যবস্থা নেন। চেন্নাইয়ের ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন তদন্ত করে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কেউ ঘরে থাকাকালীন কীভাবে হোটেল কর্মী ঢুকতে পারেন, সে প্রশ্ন ওঠে। ওই হোটেলে গোপনীয়তা লঙ্ঘন হয় দম্পতির। যার দায় সম্পূর্ণ হোটেল কর্মীর। সে কারণে ওই হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। ওই হোটলের দৈনিক ভাড়া ৫৫ হাজার ৫০০ টাকা-সহ মোট ১০ লক্ষ টাকা দম্পতিকে দিতে হবে বলেই জানানো হয়। যদিও হোটেল কর্তৃপক্ষ এই ঘটনার দায় নিতে নারাজ। তাদের দাবি, আদতে দোষ দম্পতির। কারণ, তাঁরা নাকি ঘরের বাইরে 'ডু নট ডিস্টার্ব' বা 'বিরক্ত করবেন না' বোর্ড ঝোলানানি। আবার ঘরে ঠিকমতো ভিতর থেকে বন্ধ ছিল না বলেও দাবি। সে কারণে হোটেল কর্মী ভুল করে ভিতরে ঢুকে পড়েন বলেই দাবি হোটেল কর্তৃপক্ষের। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন দম্পতি।
