shono
Advertisement

থুতু মিশিয়ে রুটি তৈরি! ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তকে ধরল উত্তরপ্রদেশ পুলিশ

নিন্দার ঝড় সমাজমাধ্যমজুড়ে।
Published By: Kousik SinhaPosted: 02:34 PM Nov 05, 2025Updated: 02:34 PM Nov 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আটার সঙ্গে থুতু মিশিয়ে রুটি তৈরি করছেন এক যুবক! সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। নিন্দার ঝড় সমাজমাধ্যমজুড়ে। প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে। এরপরেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ''অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।''

Advertisement

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ধৃত যুবকের নাম দানিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি একটি বিয়ে বাড়ির (ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা যাচ্ছে, ধৃত ওই যুবক বিয়ের অনুষ্ঠানের জন্য রুটি তৈরি করছেন। যেখানে আটার সঙ্গে থুতু মেশাতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেই সমস্ত রুটি তৈরি করে দানিশকে আলাদাভাবে সরিয়ে রাখতেও দেখা যাচ্ছে। সমাজ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। কীভাবে একজন এমন করতে পারেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

বিষয়টি নজরে আসে উত্তরপ্রদেশ পুলিশেরও। ঘটনার তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্ত দানিশকে চিহ্নিত করে গ্রেপ্তার করে। উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিক তেজবীর সিং জানিয়েছেন, ''বিয়ের অনুষ্ঠানে তৈরি রুটিতে যেভাবে থুতু মেশানো হয়েছে তা জঘন্য অপরাধ। সেই অভিযোগে দানিশকে গ্রেপ্তার করেছে।'' যদিও এই ঘটনা নতুন নয়, এর আগেও উত্তরপ্রদেশে খাবারে থুতু মেশানোর একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আটার সঙ্গে থুতু মিশিয়ে রুটি তৈরি করছেন এক যুবক!
  • সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
  • অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
Advertisement