সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন এ যুগের মীরাবাই! প্রেমের ঠাকুরকে ভালোবেসে ভক্তির জোয়ারে ভাসলেন উত্তরপ্রদেশের বাদাউন জেলার বিয়র কাসিমাবাদ গ্রামের ২৮ বছরের তরুণী। স্বেচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। রীতিমতো ধুমধাম করে হল ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান। অভিনব বিয়ের সাক্ষী হল গোটা গ্রাম।
বাদাউন জেলার ইসলামনগর থানায় বাড়ি পিঙ্কি শর্মার। স্নাতকোত্তর অবধি পড়াশোনা করা তরুণী আজীবনের সঙ্গী হিসাবে কৃষ্ণমূর্তিকেই বেছে নিয়েছেন! শনিবার যাবতীয় আচার মেনে প্রেমের ঠাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রবিবার রীতি মেনে কন্য়াবিদায় অনুষ্ঠিত হয়। পিঙ্কির পরিবার তাঁর ইচ্ছেকেই গুরুত্ব দিয়েছে। ফলে যাবতীয় নিয়ম মেনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কোলে করে কৃষ্ণমূর্তি নিয়ে সাতপাক সম্পূর্ণ করেন তরুণী।
অভিনব বিবাহ অনুষ্ঠানের পর নিজেকে শ্যামের স্ত্রী হিসাবে পরিচয় দেন পিঙ্কি। নিজের সিদ্ধান্তেই যে কৃষ্ণ ঠাকুরকে বিয়ে করেছেন, তার সঙ্গেই যে বাকি জীবন কাটাতে চান, তাও জানিয়েছেন তরুণী। ছোটবেলা থেকেই মেয়ে কৃষ্ণভক্ত, জানান পিঙ্কির বাবা সুরেশ চন্দ্র। আরও জানান যে বৃন্দাবনে গিয়ে একটি 'অলৌকিক' ঘটনার সাক্ষী হওয়ার পরেই মেয়ে সিদ্ধান্ত নেয়, মানুষ নয়, ভগবান শ্রীকৃষ্ণকে বিয়ে করবে।
যাকে নিয়ে এত কথা, সেই পিঙ্কি জানিয়েছেন, তাঁর জীবন ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত। বলেন, শিক্ষার নিজস্ব স্থান রয়েছে, তবে তাঁর শান্তি নিহিত কৃষ্ণের প্রতি ভক্তি এবং আত্মসমর্পণের মধ্যে। ভারত যে শ্রীচৈতন্য, মীরাবাইয়ের দেশ... নতুন করে সে কথা মনে করালেন উত্তরপ্রদেশের তরুণী পিঙ্কি শর্মা।
