সুমন করাতি, হুগলি: ফের চন্দননগর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য। দুই অপরাধীকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। এরপরেই জানা গিয়েছে অভিনব কায়দায় ছিনতাইয়ের কথা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এরা মূলত ব্যাঙ্কে আসা প্রবীণ ব্যক্তিদের পিছু নিত। সুযোগ বুঝে তাঁদের গায়ে আবর্জনা ফেলে দিত অভিযুক্তরা। তারপর শুরু হত আসল খেলা। জামা পরিষ্কার করে দেওয়ার অছিলায় প্রবীণদের থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দিত অভিযুক্তরা। বেশি ভাগ সময়ই এরা বিভিন্ন ব্যাঙ্কের চারিদিকে ঘোরাফেরা করত বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কোনও বড় অপরাধ বা ডাকাতি করার জন্যই এরা উত্তরপাড়া থানা এলাকায় জড়ো হয়েছিল। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে পুলিশ গোপন সূত্রে খবর পায় এদের বিষয়ে। সিসি ক্যামেরার সাহায্যে এই দুই অপরাধীকে গ্রেপ্তার করে তাঁরা। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে বলেও জানা গিয়েছে। সেই অভিযোগগুলিরও তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকার মানুষের দাবি সিসি ক্যামেরা ছিল বলেই পুলিশ দ্রুত অপরাধীদের ধরতে পেরেছে। কিন্তু উত্তরপাড়া পুর এলাকা এবং উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর, নবগ্রাম-সহ একাধিক এলাকায় সিসি ক্যামেরার বিশেষ নজরদারি নেই এখনও। স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসনের পাশাপাশি, পুর প্রশাসন ও অন্যান্য পঞ্চায়েত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য নতুন সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন। পাশপাশি বিকল ক্যামেরাগুলি পরিবর্তন করাও জরুরি বলে জানানো হয়েছে।
সামনেই আসছে উৎসবের মরশুম। এই ঘটনার পরে সিসি ক্যামেরার নজরদারির দাবি আরও জোরদার হয়েছে সব এলাকায়। যদিও স্থানীয় পুলিশ প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে বলে বলেছেন এলাকাবাসী। তাদের দাবি, যেকোনও অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করতে সক্ষম উত্তরপাড়া থানার পুলিশ।
