shono
Advertisement
Viral Video

চলন্ত বাইকের ট্যাঙ্কে বসে প্রেমিককে জড়িয়ে গল্প, আদরে মগ্ন প্রেমিকা! ভাইরাল যুগলের ভিডিও

কমেন্ট বক্সে কার্যত কটাক্ষের বন্যা।
Published By: Tiyasha SarkarPosted: 03:23 PM Nov 04, 2025Updated: 08:02 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইকের ট্যাঙ্কের উপর উলটোদিক অর্থাৎ চালকের দিকে মুখ করে বসে তরুণী। আর চালকের আসনে প্রেমিক! খোশগল্প করতে করতে এভাবেই বাইক 'ওড়ালেন' যুবক। কারও মাথাতেই দেখা যায়নি হেলমেট। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কমেন্ট বক্সে কার্যত কটাক্ষের বন্যা।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতার রাস্তার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বহু গাড়ির মাঝেই দাঁড়িয়ে একটি বাইক। তাতে বসে ২ জন। তবে এই ২ জনের বসার ভঙ্গিই ভিডিও ছড়িয়ে পড়ার কারণ। দেখা যাচ্ছে, বাইকে চালকের আসনে বসে এক যুবক। এদিকে তেলের ট্যাঙ্কের উপর ওই যুবক অর্থাৎ প্রেমিকের দিকে মুখ করে বসে এক তরুণী। তার পরনে গোলাপি কুর্তি। পা দুটি প্রেমিকের পায়ের উপর। সিগন্যাল লাল হওয়ায় দেখা যায়, বাইকে বসেই গল্পে মত্ত দু'জন।

সিগন্যাল সবুজ হতেই বাইকের চাকা গড়ায়। কিন্তু অবস্থান বদল করেননি প্রেমিকা। তিনি ট্যাঙ্কের উপর বসেই জড়িয়ে ধরেন প্রেমিককে। গন্তব্যের দিকে ছুটে যায় বাইক। সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল এই ভিডিও। কেউ কটূক্তি করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন হেলমেট নিয়ে। অনেকেরই প্রশ্ন, 'সত্যিকারের ভালোবাসলে কী কেউ এমন করে?'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাইকের ট্যাঙ্কের উপর উলটোদিক অর্থাৎ চালকের দিকে মুখ করে বসে তরুণী। আর চালকের আসনে প্রেমিক!
  • খোশগল্প করতে করতে এভাবেই বাইক 'ওড়ালেন' যুবক। কারও মাথাতেই দেখা যায়নি হেলমেট। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement