সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশে ট্যাটু বেশ জনপ্রিয়। শরীরের বিভিন্ন অঙ্গে নানা রকমের নকশা করেন অনেকেই। সাধারণ হাত কিংবা, পিঠে বেশি ট্যাটু করান ট্যাটুপ্রেমীরা। তবে পায়ে কিংবা গলাতেও অনেকে ট্যাটু করান। কিন্তু দাঁতে ট্যাটু! বিষয়টি ভেবেছেন কখনও। হ্যাঁ! চিনের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এই 'ট্রেন্ড'। তাঁরা দাঁতে করাচ্ছেন ট্যাটু।
তাহলে কী দাঁতে সুচ ফুটিয়ে নকশা করা হচ্ছে? না বিষয়টি ঠিক তা নয়। পাওয়া যাচ্ছে বিশেষ ক্যাপ। সেটি দাঁতে লাগাচ্ছেন অনেকেই। সেখানে আঁকা থাকছে বিভিন্ন নকশা। পছন্দের মতো ক্যাপ কিনছেন প্রেমীরা। হাসপাতাল ও বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলোও বিশেষ ছাড় দিচ্ছে। একটি প্রাইভেট হাসপাতালের বিজ্ঞাপনে লেখা হয়েছে, 'আমাদের দাঁতের ক্যাপগুলি থ্রিডি প্রিন্ট করা। তবে এগুলি দাঁতের কোনও সমস্যা করবে না।' এক কর্মচারি বলেন, "এই বছরের শুরুতে দাঁতের ট্যাটুর বিষয়টি শুরু হয়েছে। অনেকেই তাঁদের পছন্দের নকশা নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে আসছেন।" কত খরচ পড়ছে এই দাঁতের ট্যাটু করাতে?
জানা গিয়েছে প্রায় ২,০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ২৮০ মার্কিন ডলার খরচ হচ্ছে। পূর্ব শানডং প্রদেশের জিনানের একজন মহিলা বলেছেন, "দাঁতে ট্যাটু করতে ভালোই লেগেছে। আমি 'শেন' শব্দটি দিয়ে ট্যাটু করেছি। চিনা ভাষায় যার অর্থ- সাবধান।" দাঁতে ট্যাটু আগামী দিনে চিন থেকে করোনোর মতো বিশ্বে ছড়িয়ে পড়বে কি না, তা সময় বলবে। তবে এই প্রবণতা আখেরে দাঁতের ক্ষতি করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক দন্ত চিকিৎসক বলেন, "ক্যাপটিতে কমবেশি ক্ষতি হবেই। আমি ট্যাটু করাতে বারণই করব।"
