shono
Advertisement
Viral Video

কিকবক্সিং এক্সপার্ট মহাত্মা গান্ধী! ৬১ বছরের 'তরুণে'র ফিটনেসে অবাক নেটপাড়া, ভাইরাল ভিডিও

'মোহনদাস পরাক্রমচাঁদ গান্ধী', মন্তব্য এক নেটাগরিকের।
Published By: Kishore GhoshPosted: 11:50 PM Dec 21, 2025Updated: 11:50 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধী কিক বক্সিং করছেন! সোশ্যাল মিডিয়ায় কিন্তু তেমন ভিডিওই ভাইরাল হয়েছে সম্প্রতি। না, এআই নয়। প্রথমটায় ৬১ বছরের ভদ্রলোককে দেখলে সত্যিই ভ্যাবাচাকা খেতে হয়। তার উপর অবাক করা ফিটনেস। বয়েস যে সংখ্যা মাত্র, তা বিশ্বাস করা যায় মানুষটাকে দেখলে। কিকবক্সিংয়ে পারঙ্গম সেই 'বৃদ্ধে'র ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

Advertisement

সমাজমাধ্যমে এক্সে পোস্ট করা হয়েছে ভিডিওটি। ক্যাপশানে লেখা হয়েছে, “দেখুন, এই বয়সেও মানুষটি কতটা সাবলীল এবং ফ্লেক্সিবল! অসাধারণ।” মানুষটির নাম আসলে রাজীব ডিএস চৌহান। তিনি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। কিন্তু চাকরি থেকে অবসর মানেই যে জীবন থেকে অবসর নয় বুঝিয়ে দিয়েছেন রাজীব। ফলে ষাটোর্ধ্ব বয়সেও ফিটনেসের সঙ্গে আপস করেননি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খালো গা, কালো সোয়েটপ্যান্ট পরা রাজীব ঘাম ঝরিয়ে কিকবক্সিং করছেন। চোখে পড়ে তাঁর শক্তপোক্ত পেটানো শরীর। যদিও টাক মাথা, চোখে চশমা। বেশি বয়সি ফিটনেসের পাশাপাশি অনেকটাই মহাত্মা গান্ধীর দেখতে হওয়ায় নেটিজেনরা তাঁকে দেখতে হামলে পড়ছে। মজার সব প্রতিক্রিয়াও দিচ্ছেন তারা। একজন লিখেছেন, এটাই ব্রিটিশদের দেশ ছাড়ার আসল কারণ। আরেক নেটিজেনের মন্তব্য---“মোহনদাস পরাক্রমচাঁদ গান্ধী।” একজনের মন্তব্য ছিল, “এটা গান্ধীজির প্ল্যান বি হতে পার যদি অহিংসা নীতি কাজ না করত।” আরও একজন লেখেন, “আমি তো ভেবেছিলাম উনি অহিংসার পূজারী।” যখন মনরেগা থেকে মহাত্মার নাম মুছছে মোদি সরকার, তখনও অন্য ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছেন গান্ধীজি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমাজমাধ্যমে এক্সে পোস্ট করা হয়েছে ভিডিওটি।
  • ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খালো গা, কালো সোয়েটপ্যান্ট পরা রাজীব ঘাম ঝরিয়ে কিকবক্সিং করছেন।
Advertisement