shono
Advertisement

জ্ঞান হারিয়ে চলন্ত ট্রেনের সামনে পড়লেন তরুণী, তারপর যা হল…, ভিডিও দেখে শিউরে উঠবেন!

ভয়ংকর সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়।
Posted: 01:02 PM Apr 20, 2022Updated: 02:40 PM Apr 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, রাখে হরি মারে কে! নচেৎ এই ঘটনা সম্ভবই নয়। আর্জেন্টিনার (Argentina) এই তরুণীর বাঁচার কথাই না। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে মেসির দেশের রাজধানী শহর বুয়েনোস এয়ার্সের এক স্টেশনের ভয়ংকর ট্রেন দুর্ঘটনার (Train Accident) ছবি। যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা। প্ল্যাটফর্মে দাঁড়ানো এক তরুণী আচমকা টলতে টলতে একটি চলন্ত ট্রেনের সামনে হুমড়ি খেয়ে পড়েন, মুহূর্তে ট্রেনের তলায় চলে যান। যদিও আশ্চর্যজনকভাবে বেঁচে যান তিনি! প্রশ্ন হল, এরকম বিপজ্জনকভাবে চলন্ত ট্রেনের সামনে হুমড়ি খেয়ে পড়লেন কেন তরুণী? বাঁচলেনই বা কীভাবে?

Advertisement

বুয়েনোস এয়ার্সের ওই স্টেশনের ২৯ মার্চের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরেই ঘটনাটি সামনে আসে। একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই তরুণীর নাম ক্যান্ডেলা। তিনি শুরুতে প্ল্যাটফর্মে বেশ খানিক দূরেই দাঁড়িয়ে ছিলেন, কিন্ত হঠাৎই তাঁকে টলতে টলতে সহযাত্রীদের ডিঙিয়ে চলন্ত ট্রেনের দিকে এগতে দেখা যায়। এরপরই চলন্ত ট্রেনের সামনে হুমড়ি খেয়ে পড়েন। ভিডিও ফুটেছে দেখা গিয়েছে, দুই কামড়ার মাঝখানে বেশ কয়েকবার ধাক্কা খেয়ে কার্যত খেলনা পুতুলের মতো ট্রেনের নীচে পড়ে যান তরুণী। কিন্ত ওভাবে পড়ে গেলেন কেন?

[আরও পড়ুন: সন্ত্রাস দমনে মরিয়া কেন্দ্র, এবার জঙ্গি তকমা কাশ্মীরের সাংবাদিক খুনের চক্রী সাজ্জাদ গুলকে]

ক্যান্ডেলা জানিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন। আচমকা তাঁর শরীরের রক্তচাপ বেড়ে যায়। প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থাতেই অজ্ঞান হয়ে যান। এরপর আর কিছু মনে নেই তাঁর। আসল কথা, এমন দুর্ঘটনার পর বাঁচার কথাই নয় ক্যান্ডেলার। কিন্তু ওই যে, শুরুতে বলা হয়েছিল, রাখে হরি মারে কে! ক্যান্ডেলা কীভাবে যেন রেললাইন আর প্ল্যাটফর্মের মাঝের অংশ পড়ে যান। ট্রেন দাঁড় করিয়ে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর রেল বিভাগের কর্মীরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করে। চিকিৎসকরা জানিয়েছেন, ভাল আছেন ক্যান্ডেলা। এভাবে জীবন ফিরে পেয়ে কী বলছেন তিনি?

[আরও পড়ুন: টাকার অভাবে মোবাইল রিচার্জ করতে পারেননি বাবা, অভিমানে আত্মঘাতী কিশোর!]

তরুণী বলেন, “মাথা ঘুরে যাওয়ার পর আর কিছু মনে নেই। জানি না কীভাবে বেঁচে গিয়েছি! এখনও নিজেকে চিমটি কেটে দেখছি, সত্যিই বেঁচে আছি তো!”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার