shono
Advertisement
Navi Mumbai

চিকেন মাঞ্চুরিয়ানে কামড় দিতেই আত্মারাম খাঁচা ছাড়া তরুণীর, মাংসের বদলে পেলেন ভাজা ইঁদুর!

সোশাল মিডিয়ায় ঘুরছে সেই ইঁদুরের ছবি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:07 PM Mar 16, 2025Updated: 05:55 PM Mar 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আর একটু খাওয়া-দাওয়া হবে না? তা আবার হয় নাকি। তাই বন্ধুদের নিয়ে এক নামজাদা রেস্তরাঁয় গিয়েছিলেন তরুণী। মেনুকার্ড দেখে নানা রকম পদের মাঝখানে পছন্দ করেছিলেন চিকেন মাঞ্চুরিয়ান। অর্ডার করার খানিক বাদে টেবিলে আসে গরম ধোঁয়া ওঠা চাইনিজ পদটি। কিন্তু এক টুকরো চিকেন মাঞ্চুরিয়ানে কামড় বসাতেই রাবারের মতো কী যেন একটা মুখে লাগে তরুণীর। স্বাদও খুব খারাপ। মুখ থেকে ওই টুকরো বের করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ ওটা চিকেন নয়, একটা ছোট্ট ইঁদুর! তাও আবার কড়া করে ভাজা। ঘটনায় পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

Advertisement

জানা গিয়েছে, এই কাণ্ড নভি মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তরাঁর। গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন কয়েকজন তরুণী। দু'দিন ধরেই সোশাল মিডিয়ায় ঘুরছে সেই ইঁদুরের ছবি। এদিন পাতে চিকেনের বদলে মরা ইঁদুর পেতেই স্বাভাবিকভাবেই রেগে যান ওই তরুণীরা। তারা রেস্তোরাঁর কর্মীদের ডেকে আনেন। এরপর রেস্তরাঁয় কিচেনের ভিডিও করতে গেলে কর্মীদের সঙ্গে তাঁদের ঝামেলা বাঁধে। শেষে রেস্তোরাঁর ম্যানেজার এসে ঝগড়া থামান। তরুণীদের কাছে ক্ষমা চান।

এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণীরা সোজা চলে যান নিকটবর্তী থানায়। রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ওই রেস্তরাঁয় যায় পুলিশ। খাদ্য সুরক্ষা আর বাকি সব ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর মামলা দায়ের করা হয়। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিক রেস্তরাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। কখনও খাবারে টিকটিকি, আরশোলা পাওয়া গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক টুকরো চিকেন মাঞ্চুরিয়ানে কামড় বসাতেই রাবারের মতো কী যেন একটা মুখে লাগে তরুণীর।
  • স্বাদও খুব খারাপ। মুখ থেকে ওই টুকরো বের করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়।
  • কারণ ওটা চিকেন নয়, একটা ছোট্ট ইঁদুর! তাও আবার কড়া করে ভাজা। ঘটনায় পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। 
Advertisement