সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার চূড়ান্ত বিশৃঙ্খল ঘটনার সাক্ষী রইল দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)। শুধু বচসাই নয়, অনুষ্ঠানের মাঝে হাতাহাতিতেও জড়াল দু’পক্ষ। যা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট প্রশাসনের অত্যন্ত লজ্জাজনক এবং নজিরবিহীন ঘটনা। এমন পরিস্থিতিতে দিল্লি ক্রিকেট সংস্থাকে ভেঙে দিতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন গৌতম গম্ভীর।
ডিডিসিএ বিতর্ক থামার কোনও নামই নেই। ক’দিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে এসে কলকাতার এক হোটেলের মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন অনূর্ধ্ব ২৩ টিমের দুই ক্রিকেটার লকশয় থারেজা ও কুলদীপ যাদব। দু’জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই তাঁদের দিল্লি পাঠিয়ে দেওয়া হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে ডিডসিএ। রবিবার সংস্থার বার্ষিক সভার (AGM) বৈঠকে তুমুল গন্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দু’পক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়।
[আরও পড়ুন: আথিয়ার সঙ্গে ছবি শেয়ার করলেন লোকেশ, শোরগোল ক্রিকেট মহলে]
কী নিয়ে সমস্যা? শোনা গেল, এজিএমে পাঁচটা অ্যাজেন্ডা ছিল। যা নিয়ে তীব্র বিরোধিতা করতে থাকেন একটা পক্ষ। পরিস্থিতে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। কর্তা ও বিরোধী সমর্থকদের হাতাহাতি কোনওক্রমে সামলানো হয়। এমনিতেই দিল্লি ক্রিকেটে লজ্জাজনক ঘটনা কম ঘটেনি। রবিবার আরও একবার কলঙ্কিত হল তারা। প্রাক্তন ক্রিকেটাররা এই ঘটনায় একহাত নিয়েছেন ডিডিসিএ কর্তাদের। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ইসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ডিডিসিএ-কে বাতিল করে দেওয়ার আরজিও জানিয়েছেন। গম্ভীর লেখেন, “আমি বিসিসিআই, সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহর কাছে আরজি জানাচ্ছি, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যেন বাতিল করে দেওয়া হয়। আর যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের আজীবন নির্বাসনে পাঠানো হোক।”
যে ক্রিকেট সংস্থা থেকে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগ, গম্ভীরের মতো তারকাদের পেয়েছে এই দেশ, সেখানকার এমন চূড়ান্ত অপেশাদারিত্ব দেখে ব্যথিত দিল্লির আর এক প্রাক্তন ক্রিকেটার মদনলাল। তিনিও টুইট করেন। লেখেন, “দিল্লি ক্রিকেট এখন গুন্ডাদের হাতে। খেলাটা বাঁচানোর জন্য যে সব ক্রিকেটাররা দিল্লি টিমের হয়ে খেলতে চায়, দেশের হয়ে খেলতে চায়, তাঁদের স্বার্থ রক্ষার জন্য কিছু করা হোক।” বিতর্ক শেষে অবশ্য পাঁচটা অ্যাজেন্ডাই পাশ করিয়ে নেওয়া হয়। রবিবারের সভায় চার সদস্যের ডিসিপ্লিনারি কমিটি করা হয়েছে। কমিটি অভিযুক্ত দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করবে বলেই শোনা গেল।
[আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতি! আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ভুবনেশ্বর]
The post ডিডিসিএ’র সভায় হাতাহাতি, সৌরভের হস্তক্ষেপের আরজি জানালেন ক্ষুব্ধ গম্ভীর appeared first on Sangbad Pratidin.