shono
Advertisement

ট্রেলারে প্রেমের নয়া সমীকরণ নিয়ে হাজির ‘ওকে জানু’

ভাল যদি কাউকে বেসে থাকেন, ট্রেলারের শেষ প্রশ্নটির উত্তর অবশ্যই দেবেন। The post ট্রেলারে প্রেমের নয়া সমীকরণ নিয়ে হাজির ‘ওকে জানু’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:03 PM Dec 12, 2016Updated: 03:15 PM Sep 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম অতি বিষম বস্তু। প্রথম প্রথম মিঠে স্বাদের প্রলোভন দেখায়। তারপর কাছে এলেই কাঁঠালের আঠার মতো জাপটে ধরে। তখন ছাড়ানো মুশকিল। এই মুশকিল আসানের আপ্রাণ চেষ্টা করছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। যত ‘ওকে জানু’ বলে সম্পর্ক শেষ করার চেষ্টা করছেন, ততই যেন আরও বেশি করে জড়িয়ে পড়ছেন। পরিচালক শাদ আলির যোগসাজশেই প্রেমের এই ফাঁদে পা দিয়েছেন দু’জনে।

Advertisement

‘আশিকি’ দিয়ে যে কাহিনি শুরু হয়েছিল, তা পরিণতি পেয়েছে মণিরত্নমের ‘ওকে কানমানি’র এই রিমেক ভার্সানে। বাড়তি পাওয়া নাসিরুদ্দিন শাহর লাভ টিপস। আর শেষে শুধু একটি প্রশ্ন? প্রিয়জনকে কোন নামে ডাকেন আপনি? গুগল সার্চ অপশনে গিয়ে টাইপ করুন OK jaanu vote। আর জানিয়ে দিন নিজের উত্তরটি।

The post ট্রেলারে প্রেমের নয়া সমীকরণ নিয়ে হাজির ‘ওকে জানু’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement