সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ এবং তারপর পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ। এই ঘিরেই গত ২ দিনের জাতীয় রাজনীতি আবর্তিত। পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের সামনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর অদম্য লড়াইয়ের ছবি-ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হয়েছে জামিয়া সম্পর্কিত আরও অসংখ্য ছবি-ভিডিও। কোনওটি ছাত্রছাত্রীদের পক্ষে, কোনও কোনওটি বিপক্ষে। কোনও কোনওটি আবার ভুয়ো, যা কিনা ব্যবহার করা হচ্ছে পড়ুয়াদের বদনাম করার জন্য।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে বোরখা পরা এক পুরুষকে। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও মনে হচ্ছে ছবিটি দেখে। ওই ব্যক্তি জিনসের প্যান্ট, একটি টি-শার্ট এবং মহিলাদের অন্তর্বাস পরে আছে। তার উপরে আছে বোরখা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী, যার ছবি বিক্ষোভের মুখ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন পুরুষ ওই মহিলা সেজে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল। এমনকী, পুলিশের দিকে পাথরও ছুড়ছিল মহিলা সেজে। ছবিটি বহু মানুষ ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন। তাঁদের প্রত্যেকেরই বয়ান কমবেশি একই রকম। ছাত্রদের আড়ালে বিশেষ সম্প্রদায়ের লোক হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে।
[আরও পড়ুন: পিছু হটল UIDAI! সোশ্যাল মিডিয়ায় নজরদারি মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মহুয়ার]
কিন্তু, পরে জানা যায় সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়ানো হয়েছে তার সঙ্গে জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ফ্যাক্ট চেক করে জানিয়েছে, যে ছবিটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে, সেটি কোনও ভারতীয়র নয়। ছবিটি আসলে দু’বছরের পুরনো। মিশরের এক ব্যক্তির। সেই ব্যক্তি মহিলা সেজে শিশু পাচার করতো। ধরা পড়ার পর মিশরের পুলিশ তার ছবি তোলে। সেই ছবিটিকে গেরুয়া পন্থীরা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ছবি বলে চালানোর চেষ্টা করছে। পডু়য়াদের দাবি, এটি আসলে বিশ্ববিদ্যালয়কে বদনাম করার চেষ্টা।
The post মহিলা সেজে জামিয়ায় পাথর ছুঁড়ছিল পুরুষ! জানুন ভাইরাল ছবির সত্যতা appeared first on Sangbad Pratidin.