shono
Advertisement

বিপজ্জনক তোরণে ত্রস্ত বেলুড়

ওই রাস্তাটিই বেলুড়মঠ যাওয়ার একমাত্র রাস্তা৷ সারাদিন ব্যস্ত ওই রাস্তায় এমন বিপদের ঝুঁকিতে আতঙ্কিত সবাই৷ The post বিপজ্জনক তোরণে ত্রস্ত বেলুড় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:59 PM Aug 02, 2016Updated: 11:29 AM Aug 02, 2016

স্টাফ রিপোর্টার: এক সময় জি টি রোড থেকে বেলুড় স্টেশন রোডে প্রবেশের মুখে ঐতিহ্য বহন করত সেই লোহার তোরণ৷ নিস্কো কোম্পানির সেই তোরণ আজ অবহেলায় জীর্ণ৷ বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে কোম্পানির নাম লেখা সেই লোহার পাটিগুলি৷ স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক- কখন হুড়মুড়িয়ে ঘাড়ে পড়ে! পড়লে মৃত্যু নিশ্চিত৷ ওই রাস্তাটিই বেলুড়মঠ যাওয়ার একমাত্র রাস্তা৷ সামনেই লালবাবা কলেজ৷ সারাদিন ব্যস্ত ওই রাস্তায় এমন বিপদের ঝুঁকিতে আতঙ্কিত সবাই৷
সম্প্রতি বেলুড় স্টেশন রোডটি উঁচু হওয়ায় তা এতটাই বিপজ্জনক হয়ে রয়েছে, যে লরি গেলেই ঠেকছে মাথা৷ পুজো আসছে। বেলুড়ের ক্লাবকর্তাদের এখন মাথাব্যথার একটাই কারণ- প্রতিমা কী ভাবে লরিতে করে এনে ঢোকানো হবে মণ্ডপে৷ হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীর কথায়, ওটা নিস্কোর সম্পত্তি৷ তবে বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই অভিযোগ করলে ভেঙে দেওয়া হবে৷
তবে, নিস্কো নিয়ে রাজ্যের একাধিক পরিকল্পনা রয়েছে৷ ফলে ওই লোহার তোরণ আগামী দিনে আরও এক নতুন সাক্ষ্য বহন করবে৷ তাই ওই তোরণটি না ভেঙে সংস্কার করতে চান স্থানীয় পুরকাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার৷ তিনি বলেন, নিস্কো অনুমতি দিলে তোরণটি সংস্কার করে দেওয়া হবে৷

Advertisement

The post বিপজ্জনক তোরণে ত্রস্ত বেলুড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement