shono
Advertisement

Breaking News

দোকান থেকে ঝুপড়িতে ছড়াল আগুন, মৃত্যু নিঃসঙ্গ নবতিপর বৃদ্ধার

প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে ঝলসে মৃত্যু হয় বৃদ্ধার।
Posted: 02:21 PM Jun 05, 2023Updated: 02:21 PM Jun 05, 2023

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিজের বলতে কেউই নেই তাঁর। মাথার গোঁজার ঠাঁই বলতে প্লাস্টিক ঘেরা একটিমাত্র ঘর। একটি ফলের দোকান ও মাছের ক্রেট রাখার ঘরে লাগা আগুন ছড়িয়ে পড়ে প্রাণ গেল নবতিপর বৃদ্ধার। মর্মান্তিক ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলান বাজার।

Advertisement

সোমবার দুপুরে আচমকাই পৈলান বাজারে একটি ফলের দোকান ও মাছের ক্রেট রাখার ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের প্লাস্টিক ঘেরা ঘরেও ছড়িয়ে পড়ে। সেখানেই থাকতেন নবতিপর বৃদ্ধা ‘আন্না মা’। বয়সের ভারে এমনিই ন্যুব্জ তিনি। তাই অগ্নিকাণ্ডের কথা বুঝতে পেরেও ঘর থেকে বেরতে পারেননি। ওই ঘরেই আটকে পড়েন তিনি। প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে ঝলসে মৃত্যু হয় বৃদ্ধার।

[আরও পড়ুন: ‘শাহরুখের সঙ্গে অভিনয়ের জন্য ১ টাকা নিয়েছি’, মন্তব্য করে কটাক্ষের মুখে পাক অভিনেতা]

দক্ষিণ ২৪ পরগনা জেলা অগ্নিনির্বাপক আধিকারিক টি কে দত্ত জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই তৎক্ষণাৎ দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বৃদ্ধার প্রাণরক্ষা করা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, ওই দোকান দু’টির কোনওটিতে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। সেই আগুনই বৃদ্ধার প্লাস্টিক ঘেরা ঘরে ছড়িয়ে পড়ে। এবং তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তিনি প্লাস্টিক ঘেরা ওই ঘরে একাই থাকতেন। আশ্রম থেকে তাঁকে প্রতিদিনের খাবার দিয়ে যাওয়া হত। অগ্নিকাণ্ডে আর কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত বৃদ্ধার ঝলসানো দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

[আরও পড়ুন: ফের রুজিরাকে তলব ইডির, চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement