সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব তাড়াতাড়ি পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরে এই কথাই জানালেন জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দিনকয়েক আগেই দিল্লিতে এসে মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তার পরেই ন্যাশনাল কনফারেন্স নেতা জানান, রাজ্যের স্বীকৃতি ফেরানোর আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার।
সোমবার জম্মু-কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন ওমর। সেখানেই জানান, "জম্মু-কাশ্মীর প্রশাসনের সিস্টেমে এখন যেটুকু ফাঁকফোকর রয়েছে সেটার অপব্যবহার করতে পারে অনেকে। কিন্তু সকলকে মনে করিয়ে দিতে চাই, এই সিস্টেম খুব বেশিদিন থাকবে না। আমি দিল্লিতে গিয়ে এই নিয়ে বৈঠক করেছি। সর্বোচ্চ স্তর থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে জম্মু-কাশ্মীরে যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো পূর্ণ করা হবে। পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পেলেই আর কেউ জম্মু-কাশ্মীরের পরিস্থিতির সুযোগ নিতে পারবে না।"
সূত্রের খবর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন মিটলেই শুরু হবে রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়া। নভেম্বরে দুই রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার পর থেকে হয়তো রাজ্যের মর্যাদা ফেরানো হতে পারে। কিন্তু সেই প্রক্রিয়া কবে শেষ হবে, সেই নিয়ে অবশ্য কিছুই জানা যায়নি।
উল্লেখ্য, কাশ্মীরে বিধানসভা ভোটের আগে থেকেই জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে সরব ছিলেন ন্যাশনাল কনফারেন্সে নেতা ওমর। ভোটের বের হলে দেখা যায়, বিজেপিকে পিছনে ফেলে উপত্যকায় জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। শেষ পর্যন্ত সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ওমর আবদুল্লা। তার পর গত সপ্তাহে দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখান থেকে ফিরে গিয়েই রাজ্যের স্বীকৃতি ফিরে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ওমর।