সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় সকাল ৬টা থেকে ডিউটি পড়েছিল। এদিকে স্বামীর পরীক্ষা থাকায় ছোট সন্তানকে দেখার জন্য বাড়িতে কেউ ছিল না। তাই বাধ্য হয়ে একরত্তি শিশুকে কোলে নিয়ে ডিউটি করতে দেখা গেল ২০ বছরের এক যুবতী পুলিশকর্মীকে। এই ঘটনার ছবি ভাইরাল হতেই ওই যুবতীর প্রশংসায় সরব হয়েছেন নেটিজেনরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে দুদিনের জন্য উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে রয়েছেন যোগী আদিত্যনাথ। সোমবার সকালে উত্তরপ্রদেশের নয়ডা শহরের বোটানিক্যাল গার্ডেনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এক হাজার ৪৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করার কথা ছিল। এছাড়া ১ হাজার ৩৬৯ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানও ছিল। সেই উপলক্ষে প্রায় শতাধিক পুলিশকর্মীর ডিউটি পড়েছিল সেখানে। তাঁদের মধ্যে ছিলেন গ্রেটার নয়ডার দাদরি পুলিশ স্টেশনের কনস্টেবল প্রীতি রানিও। এদিকে তাঁর স্বামীরও একটি পরীক্ষা হওয়ার কথা ছিল সোমবার। ফলে ছোট সন্তানকে দেখার জন্য বাড়িতে থাকতে পারছিলেন না তিনি। তাই বাধ্য একরত্তি ওই শিশুকে নিয়েই ডিউটি করতে চলে আসেন তিনি।
[আরও পড়ুন: নামেও জাতীয়তাবাদের ছোঁয়া, জম্মুর ঐতিহাসিক সিটি চক হল ভারত মাতা চক ]
এপ্রসঙ্গে প্রীতি রানি বলেন, ‘ওর বাবার আজ একটা পরীক্ষা ছিল। তাই আমাদের সন্তানকে বাড়িতে দেখার কেউ ছিল না। এদিকে আমার ডিউটিও খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই বাধ্য হয়ে ছেলেকে সঙ্গে নিয়েই ডিউটি করতে চলে আসি।’
[আরও পড়ুন: জমি অধিগ্রহণের প্রতিবাদ, বুক পর্যন্ত সমাধিস্থ রাজস্থানের কৃষকরা]
The post একরত্তি সন্তান কোলে কর্তব্যে অবিচল পুলিশকর্মী, ভাইরাল ছবি দেখে আপ্লুত নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.