সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno national park) ৫ মাসে মৃত্যু হয়েছে ৯টি চিতার। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। কিন্তু এবার মোদি সরকারের পাশে দাঁড়ালেন ভারতে নিযুক্ত নামিবিয়ার রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনিম্বো। তাঁর দাবি, যা ঘটেছে তা স্বাভাবিক।
তাঁর কথায়, ”পশুদের কোনও নতুন পরিবেশে রাখার সময় মৃত্যুর মতো কিছু চ্যালেঞ্জ এসেই পড়ে। এটাই যে কোনও প্রোজেক্টের প্রকৃতি।” উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মেনে আফ্রিকার একাধিক দেশ থেকে ভারতে চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা (Cheetah) আনা হয় কুনোর জঙ্গলে। এ বছর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। কিন্তু পরপর চিতামৃত্যুতে ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার যে পরিকল্পনা নরেন্দ্র মোদি করেছিলেন, তা বড়সড় ধাক্কা খেয়েছে, বলাই যায়।
[আরও পড়ুন: লোকসভা ভোট কি এগিয়ে আসতে পারে? গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্র]
এদিকে সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। তিন সদস্যের বেঞ্চের তরফে মোদি সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হল, দ্রুত পরিস্থিতির মোকাবিলায় সদর্থক পদক্ষেপ করার জন্য।