সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) তোপের পরেই পিছু হঠল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসন। সিএএ (CAA) বিরোধী বিক্ষোভের জেরে রাজ্যে হওয়া গন্ডগোলের সময় সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছিল। তা আদায় করতে জরিমানার নোটিস দিয়েছিল রাজ্য সরকার। তবে সেই নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার।
এর আগে এই নোটিস প্রত্যাহারের জন্য যোগী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই সময়সীমা শুক্রবারই শেষ হয়েছে। এদিনই শীর্ষ আদালতের নির্দেশ মতো নোটিস প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে দিল উত্তরপ্রদেশ সরকার। এদিন জরিমানার টাকা ফেরাতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি রাজ্য সরকারকে ‘দ্য উত্তরপ্রদেশ রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি বিল, ২০২০-র আওতায় নতুন পদক্ষেপ এবং নোটিস জারি করার অনুমতি দেওয়া হয়েছে। এই আইনে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করার জন্য দোষী সাব্যস্ত প্রতিবাদকারীরা কারাদণ্ডের সম্মুখীন হতে পারে, সঙ্গে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।
[আরও পড়ুন: দাউদের হিট লিস্টে রাজনীতিবিদ থেকে শিল্পপতি, ‘ডি-কোম্পানি’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র]
বিধানসভা নির্বাচন চলাকালীনই সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয় উত্তরপ্রদেশের বিদায়ী বিজেপি সরকারকে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। অভিযোগ, সেই বিক্ষোভের সময় বেশ কিছু সরকারি সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ-ব্যাপারে কড়া পদক্ষেপ করে যোগী আদিত্যনাথ সরকার। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জরিমানার নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই মর্মে একটি নোটিসও জারি করা হয়। এই নির্দেশ প্রত্যাহার করতে যোগী সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছিল, জরিমানা আদায় সংক্রান্ত নোটিসগুলি আদালতের দেওয়া নির্দেশিকা লঙ্ঘন করেছে।
[আরও পড়ুন: লক্ষ্য চব্বিশের লোকসভা ভোট, তৃণমূলের কর্মসমিতির পরবর্তী বৈঠক হবে দিল্লিতে]
শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ করল রাজ্য। এদিন সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, পরবর্তী সব প্রক্রিয়া নতুন আইন তৈরির পরিপ্রেক্ষিতে হবে। সেই আইনের অধীনে গঠিত ট্রাইবুনালগুলিতে এটি পাঠানো হবে।