সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে দুঃসাহসিক ডাকাতি। ঝাড়খণ্ডের (Jharkhand) লাটেহারে জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে (Muri Express) লুটপাট চালাল একদল ডাকাত। রেলের নিরাপত্তারক্ষী এবং যাত্রীদের চমকাতে ৮-১০ রাউন্ড গুলিও চালানোরও অভিযোগ উঠেছে। এমনকী মারধর করা হয় যাত্রীদের। যার ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।
যাত্রী সেজেই শনিবার রাতে ট্রেনে উঠেছিল ১২ থেকে ১৫ জনের ডাকাত দল। লাটেহার থেকে রওনা হয়ে বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে যখন ট্রেনটি, তখনই অপরেশন চালায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘটনা ঘটে রাত ১২টা থেকে ১টার মধ্যে। এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অবাধে লুটপাট শুরু হয়। কেড়ে নেওয় হয় নগদ টাকা, গয়না। যাত্রীদের মারধর করা হয়। মহিলাদের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে। মাঝপথে চেন টেনে ট্রেন থামিয়ে নেমে যায় দুষ্কৃতীরা। যাওয়ার সময় যাত্রীদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি চালায় তারা।
[আরও পড়ুন: মোদির ‘মন কি বাতে’ শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার প্রসঙ্গ, কী বললেন প্রধানমন্ত্রী?]
আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি ডালটনগঞ্জে থামলে রেলপুলিশে অভিযোগ দায়ের করেন যাত্রীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রীদের দাবি, নগদ ও গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুট করে পালিয়েছে ডাকাত দল। দূরপাল্লার ট্রেনে এভাবে ডাকাতির ঘটনায় চিন্তায় রেল।