shono
Advertisement

বর্শার খোঁচায় মৃত্যু হল বিশ্বের অন্যতম বয়স্ক সিংহের

এই সিংহটিই সম্ভবত আফ্রিকার সবচেয়ে বয়স্ক সিংহ।
Posted: 12:24 PM May 14, 2023Updated: 12:25 PM May 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারা গেল বিশ্বের অন্যতম বয়স্ক সিংহ লুনকিতো। তার বয়স বয়েছিল ১৯ বছর। সম্ভবত এই সিংহটিই (Lion) আফ্রিকার (Africa) সবচেয়ে বয়স্ক সিংহ। দক্ষিণ কেনিয়ার আমবোসেলি ন্যাশনাল পার্ক লাগোয়া এক গ্রামে রাখালদের ছোঁড়া বর্শার আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বন্যপ্রাণ সংরক্ষণবিদ ও ‘ওয়াইল্ড লাইফ ডাইরেক্টে’র প্রধান অফিসার পলা কাহুম্বুর এই মৃত্যুকে সিংহ ও মানুষের সহাবস্থানের পক্ষে বিপজ্জনক বলে জানিয়েছেন।

Advertisement

‘লায়ন গার্ডিয়ানস’ তাদের ফেসবুক পোস্টে ‘ভারাক্রান্ত হৃদয়ে’ জানিয়েছে, লুনকিতোর মৃত্যু সংবাদ। তাদেরই দাবি, এই সিংহই ওই বাস্তুতন্ত্র তথা আফ্রিকারই সবচেয়ে বয়স্ক সিংহ। সিংহটিকে ‘স্থিতিস্থাপকতা এবং সহাবস্থানে’র প্রতীক বলে উল্লেখ করা হয়েছে। লুনকিতোর জীবন ও ঐতিহ্যের সাক্ষী হতে পেরে তারা গর্ববোধ করে বলে জানিয়েছে ‘লায়ন গার্ডিয়ানস’।

[আরও পড়ুন: সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস]

গড়পড়তা সিংহের বয়স হয় ১৩। সেই তুলনায় লুনকিতোর বয়স হয়েছিল অনেকটাই বেশি। ২০০৪ সালে জন্মগ্রহণ তার। মৃত্যু হল ২০২৩-এ এসে। কেনিয়ার একটি গ্রামে গবাদিপশু শিকার করতে গিয়ে বর্শার আঘাতে মৃত্যু না হলে নিঃসন্দেহে সে আরও দীর্ঘায়ু হত।

[আরও পড়ুন: ‘পিকে’র সঙ্গী থেকে রাহুলের ‘মেঘনাদ’, চিনে নিন কংগ্রেসের কর্ণাটক জয়ের নেপথ্য নায়ককে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement