সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর (Congress Councilor) তপন কান্দু হত্যাকাণ্ডের কিনারায় আরও তৎপর বিশেষ তদন্তকারী দল সিট (SIT)। এই মামলায় হাই কোর্টে কেস ডায়েরি জমা দেওয়ার আগে তড়িঘড়ি ভিনরাজ্য থেকে গ্রেপ্তার করা হল এক দুষ্কৃতীকে। বোকারো থেকে ধৃত কালেবর সিং এই হত্যাকাণ্ডের অন্যতম চক্রী বলে জানাচ্ছে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হবে। এদিকে, হাই কোর্টে এদিনই কেস ডায়েরি জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই সিটের দুই আধিকারিক তার প্রস্তুতি নিয়েছেন বলে খবর।
সিট সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বোকারোর (Bokaro) জরিডি থানা এলাকা থেকে কালেবর সিং নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ওই জরিডি এলাকাতেও। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, ”তপন কান্দু হত্যাকাণ্ডে আরেকজনকে গ্রেপ্তার করেছি আমরা। সে অন্যতম মূলচক্রী।” তবে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে এই কালেবর সিংয়ের ভূমিকা ঠিক কী, তা জানা যায়নি এখনও। সে কি ভাড়াটে খুনি নাকি খুনের ষড়যন্ত্রকারী নাকি ওইদিন বিকেলে বাইকে চড়ে আসা তিনজনের মধ্যে একজন – তা এখনও স্পষ্টভাবে জানতে পারেননি তদন্তকারীরা। আজ তাকে পুরুলিয়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতের আবেদন জানায় পুলিশ। ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত।
[আরও পড়ুন: রাজ্যসভার সদস্য সংখ্যায় ৩ দশকের রেকর্ড ভাঙল BJP, ‘প্রধান বিরোধী’ তকমা হারাতে পারে কংগ্রেস]
গত ১৩ মার্চ বিকেলে হাঁটতে গিয়ে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে আততায়ীদের গুলিতে খুন হন ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই ঘটনার পরেই তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতিতে। এর আগে তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নেমে তাঁর ভাইপো দীপক কান্দুকে গ্রেপ্তার করেছিল সিট। এরপর দ্বিতীয় অভিযুক্ত হিসেবে কালেবর সিংকে গ্রেপ্তার করা হল ভিনরাজ্য থেকে।
[আরও পড়ুন: কিছুতেই রোগা হতে পারছিলেন না! মানসিক অবসাদে আবাসনের ১১ তলা থেকে ঝাঁপ কলকাতার প্রৌঢ়ের]
এদিকে, তপন কান্দুর স্ত্রী পূর্ণিমাদেবী বারবার সিবিআই (CBI) তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা দায়ের করেছেন। আজ তার শুনানি রয়েছে। কেস ডায়েরি তলব করেছে আদালত। তা পেশ করবেন সিট প্রধান, অতিরিক্তি পুলিশ সুপার (অভিযান) চিন্ময় মণ্ডল, তদন্তকারী অফিসার তথা ডিএসপি, হেডকোয়ার্টার অরুণাভ দাস। আর তার আগে তড়িঘড়িই কালেবর সিংকে গ্রেপ্তার করল সিট।