সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি (Oommen Chandi)। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দু’বার কেরলের (Kerala) মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই কংগ্রেস নেতা। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি । চিকিৎসা চলাকালীনই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেন তাঁর পুত্র। কংগ্রেস (Congress) নেতার মৃত্যুতে মঙ্গলবার রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করেছে কেরল সরকার। দু’দিনের জন্য শোক পালন করবে রাজ্য।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন কংগ্রেস নেতা। চিকিৎসা করাতেই বেঙ্গালুরুর হাসপাতালে ভরতি করা হয়েছিল চান্ডিকে। সেখানেই মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়। যদিও কেরলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র এই বিষয়ে কিছুই জানাননি। তাঁর ফেসবুকের একটি পোস্টে লিখেছেন, ৭৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন ওম্মেন চান্ডি।
[আরও পড়ুন: বেঙ্গালুরুতে বৈঠকের প্রথম দিনই উধাও দূরত্ব, সোনিয়ার আমন্ত্রণে নৈশভোজে হাজির মমতা]
কেরলের পুত্থুপপল্লি কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রায় ৫০ বছর ধরে একাধিকবার এই কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। সবচেয়ে বেশি বার বিধায়ক হওয়ার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। ২০০৪ সালে প্রথমবার কেরলের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। প্রথম দফায় দু’বছরের জন্য মুখ্যমন্ত্রী হন চান্ডি। পরের বার ২০১১ সালে মুখ্যমন্ত্রী হন। টানা ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর মেয়াদ পূর্ণ করেন। কেরল বিধানসভার বিরোধী দলনেতা হিসাবেও কাজ করেছেন তিনি।
চান্ডির প্রয়াণের খবর পেয়েই শোক প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের নানা দলের নেতারাও শোকবার্তা প্রকাশ করেন। বিরোধী বৈঠকের মধ্যেই প্রয়াত কংগ্রেস নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।