shono
Advertisement

‘মুসলিমদের বিভ্রান্ত করছে CAA বিরোধীরা’, দশেরার বক্তৃতায় দাবি মোহন ভাগবতের

CAA কোনও সম্প্রদায়ের বিরোধিতা করে না, দাবি আরএসএস প্রধানের।
Posted: 12:45 PM Oct 25, 2020Updated: 12:45 PM Oct 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএএ-র (CAA) নামে প্রতিবাদের ভান করে সুবিধাবাদীরা হিংসা ছড়িয়েছে। নাগপুরে বিজয়া দশমীর বার্ষিক বক্তৃতায় এমনই মন্তব্য করলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর দাবি, দাঙ্গাবাজ ও সুবিধাবাদীরা এখনও হিংসা ছড়ানোর পরিকল্পনা করে চলেছে। সিএএ ছাড়াও গত এক বছরে দেশের নানা ‘উল্লেখযোগ্য ঘটনা’র উল্লেখ করেন তিনি। তাঁর এদিনের বক্তব্যে উঠে আসে ৩৭০ ধারার (Article 370) অবলুপ্তি কিংবা লাদাখে চিনা আগ্রাসনের মতো বিষয়গুলির প্রসঙ্গও।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মোহন ভাগবত এদিন বলেন, ‘‘২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তি ঘটে। গোটা দেশ এই সিদ্ধান্তকে গ্রহণ করেছি‌ল। ২০২০ সালের ৫ আগস্ট রামমন্দিরের ভূমিপুজার যুগান্তকারী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সব ঘটনায় ভারতীয়দের ধৈর্য ও সংবেদনশীলতার পরিচয় আমরা পেয়েছি।’’

[আরও পড়ুন: উৎসবের মধ্যেই মিলছে স্বস্তি! আরও কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা]

মহর্ষি ব্যাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে করোনা সতর্কতার জন্য মাত্র পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তাঁদের সামনে আরএসএস প্রধান আরও বলেন, ‘‘সিএএ-বিরোধী আন্দোলন দেশে উত্তেজনা সৃষ্টি করেছিল। এটা নিয়ে আরও এগোনোর আগেই ফোকাস সরে গেল করোনার উপরে। করোনা অন্য সব বিষয়কে ঢেকে দিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘সিএএ কোনও ধর্মীয় সম্প্রদায়ের বিরোধিতা করে না। কিন্তু যারা এর বিরোধিতা করছে তারা আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করেছে। তারা বলেছে,  মুসলিম জনসংখ্যাকে সীমিত করার জন্য এই আইনের প্রণয়ন করা হয়েছে। CAA’র নামে প্রতিবাদের ভান করে সুবিধাবাদীরা হিংসা ছড়িয়েছে।’’

[আরও পড়ুন: ‘জওয়ানদের জন্য প্রদীপ জ্বালান’, ‘মন কি বাতে’ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে অনুরোধ মোদির]

সীমান্তে চিনা আগ্রাসন প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। ব‌লেন, ভারতীয় সেনা, কেন্দ্রীয় সরকার ও দেশের মানুষ ভারতীয় ভূখণ্ডে চিনের হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁর প্রত্যয়, ‘‘চিনের থেকেও সামরিক প্রস্তুতিতে আমাদের বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে।’’ পাশাপাশি অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কও জোরদার করার কথা বলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement