shono
Advertisement

এগরা কাণ্ডে আদালতে শুভেন্দু, বাজি ব্যবসায়ীর ভাই বাদে সব গ্রামাবাসীকে আর্থিক সাহায্যের আশ্বাস

এগরা কাণ্ডের প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মহামিছিলের ডাক শুভেন্দুর।
Posted: 11:55 AM May 17, 2023Updated: 03:03 PM May 17, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এগরায় শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বললেন স্থানীয়দের সঙ্গে। তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ও পুলিশকে। প্রশ্ন তুললেন, আর্থিক সাহায্য নিয়েও। কৃষ্ণপদ বাগের ভাই বাদে গ্রামের সবাইকে বিজেপির তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন শুভেন্দু। জানালেন, এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 

Advertisement

এগরা কাণ্ডে উত্তাল গোটা বাংলা। কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকালে এগরায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানার ছাদ থেকে গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। এরপরই চলে যান, কারখানার ২০০ মিটার দূরে জনবসতিপূর্ণ এলাকায়। সেখানকার একটি বাড়িতে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে ভেঙে পড়েন স্থানীয়রা। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর চড়ান তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন পুলিশকে। 
 

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: CPM ছেড়ে তৃণমূলে, ভাইয়ের মৃত্যুতেও বন্ধ করেননি বাজির ব্যবসা, কে এই কৃষ্ণপদ?]

 
এদিন শুভেন্দু বলেন, “আমি এনআইএ তদন্তের দাবিতে আদালতে গিয়েছি। এর শেষ দেখব। পুলিশের চোখের সামনে দিনের পর দিন এই কাজ চলেছে। পুলিশ কিছু করেনি। পুলিশ তৃণমূলের দলদাস।” এরপরই সরকারে দেওয়া আর্থিক সাহায্যের বিরোধীতা করে শুভেন্দু বলেন, “ওই টাকা বিপর্যয় মোকাবিলা দপ্তরের। তৃণমূলের পার্টি অফিস থেকে এই টাকা দেওয়া হলে আপনারা কেউ নেবে না।” পাশাপাশি তিনি খাদিকুলবাসীর পাশে থাকার আশ্বাস দেন। বলেন, “আমি থাকতে আপনারা কেউ অনাথ হবেন না। আগামী সোমবার বিজেপির তরফে গ্রামবাসীদের আর্থিক সাহায্য করা হবে।” যদি অভিযুক্ত বাজি ব্যবসায়ী কৃষ্ণপদ বাগের পরিবার কোনও সহযোগিতা পাবে না বলেই জানান শুভেন্দু। 
 
শুভেন্দুকে পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর তরফে যা করার তাই করেছে। এনআইএ তদন্তে সমস্যা নেই বলেও জানিয়েছেন। উনি তো অবস্থান স্পষ্ট করেছেন। বিরোধী দলনেতা দুদিন আগে বিজেপিতে গিয়ে বড় নেতা হয়ে গিয়েছেন। আসলে জনবিচ্ছিন্ন, তাই এসব করে প্রচারে আসতে চাইছেন।”
 

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: খাদিকুল গ্রাম জুড়ে স্বজনহারানোর আর্তনাদ, ঘটনাস্থলে যাবেন শুভেন্দু অধিকারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার