shono
Advertisement

বিজ্ঞানীদের সাফল্যকে ভোটের অস্ত্র করছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের

মোদির ঘোষণায় আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ বিরোধীদের৷ The post বিজ্ঞানীদের সাফল্যকে ভোটের অস্ত্র করছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 PM Mar 27, 2019Updated: 09:55 PM Mar 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ বিজ্ঞানে দেশে নজিরবিহীন সাফল্য৷ পৃথিবীর কক্ষপথে ঘুরে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সাফল্য৷ এই প্রযুক্তি হাতে পেয়ে মহাকাশযুদ্ধেও এবার অনেক ধাপ এগিয়ে গেল দেশ৷ আমেরিকা, রাশিয়া, চিনের সঙ্গে একই আসনে বসল ভারত৷ বুধবারের বারবেলায় নরেন্দ্র মোদির এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক৷ নির্বাচনী আচরণ বিধি লাগু থাকাকালীন এমন ঘোষণা কীভাবে করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি৷

Advertisement

                             আরও পড়ুন : মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত, সফল উৎক্ষেপণ ‘এ স্যাট’ মিসাইলের ]

‘মিশন শক্তি’ নামের এই গবেষণায় সাফল্যের জন্য ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েও টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘জরুরি ভিত্তিতে এমন ঘোষণা করার দরকার ছিল না৷ নিজের ভোটতরী ডুবছে, বুঝতে পেরে এই পদক্ষেপ৷ বিজ্ঞানীদের সাফল্যের ফায়দা তোলার চেষ্টা৷ এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে৷ আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছি৷’ একইসুরে কথা বলেছেন সিপিআইয়ের ডি রাজা৷ তাঁরও মত, এক্ষেত্রে যাবতীয় কৃতিত্ব বিজ্ঞানীদের৷ একে নির্বাচনী প্রচারের হাতিয়ার করছে বিজেপি৷ কংগ্রেস ইসরোর বিজ্ঞানী এবং ডিআরডিও টিমকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টার ত্রুটি রাখেনি৷ প্রায় সব কংগ্রেস নেতার গলায় শোনা গেল, ইসরো তাঁদের সময়কার, এই প্রকল্পও তাঁদের আমলে চালু হয়েছিল৷ আরও একধাপ এগিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে কটাক্ষ করে বলেছেন, ‘মোদিকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা৷’ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল অবশ্য গোটা সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে৷ তাঁর আমলেই এ-স্যাট তৈরির পরিকল্পনা হয়েছিল বলে দাবি কংগ্রেসের৷ তবে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে মোদির এই ঘোষণাকে অনেকেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে৷

এদিকে মোদির ঘোষণার পরেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, দেশের সুরক্ষার ক্ষেত্রে কোনও ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে কমিশনের অনুমতি নিতে হবে না৷ কিন্তু সন্ধেয় শোনা গেল অন্য সুর৷ বিরোধীদের অভিযোগের পর কমিশন জানায়, এই ঘোষণা নির্বাচনী নিয়মভঙ্গ করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে৷ মোদির বক্তব্যের প্রতিলিপিও চেয়ে পাঠানো হয়েছে৷

                                   আরও পড়ুন : ককপিটে ফেরার অদম্য জেদ, ছুটি শেষের আগেই কাজে যোগ দিলেন অভিনন্দন বর্তমান]

তবে বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এই সাফল্য খুব বড় ব্যাপার না হলেও, ভারতের মতো দেশে এটি খুবই উচ্চমানের সাফল্য৷ ডিআরডিও-র প্রধান ভি কে সারস্বত বলেন, ‘যদি কেউ মহাকাশে আমাদের শাসন করতে চায়, তাহলে দেশ তার যোগ্য জবাব দিতে এখন প্রস্তুত৷ আমাদেরও প্রযুক্তিগত সেই ক্ষমতা আছে৷’ বিজ্ঞানীদের এই সাফল্য নিঃসন্দেহে এক ইতিহাসের সাক্ষী৷ তবে এনিয়ে রাজনীতিকরণের চেষ্টাকে মোটেও ভাল নজরে দেখছে না বিশেষজ্ঞ মহল৷

— ANI (@ANI) March 27, 2019

The post বিজ্ঞানীদের সাফল্যকে ভোটের অস্ত্র করছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement