shono
Advertisement

হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা ‘কুকুর’! ভাগবতের শিকাগো বক্তৃতা ঘিরে বিতর্ক

অভিযোগে সরব আসাউদ্দিন ওয়েইসি-সহ বিরোধীরা৷ The post হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা ‘কুকুর’! ভাগবতের শিকাগো বক্তৃতা ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Sep 09, 2018Updated: 02:38 PM Sep 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের ‘কুকুর’ বলে অপমান করার অভিযোগ উঠল আরএসএস প্রধান মোহন ভগবতের বিরুদ্ধে৷ বিশ্ব হিন্দু সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা প্রদানের সময় বিতর্কে জড়ালেন তিনি৷ প্রবল সমালোচনায় তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন আসাউদ্দিন ওয়েইসি-সহ অন্যান্য অন্যান্য বিরোধী নেতৃত্ব৷ তাঁদের দাবি, এই মন্তব্যের মাধ্যমে আসলে নিজের নিচু মনের পরিচয় দিয়েছেন সংঘ চালক৷ হিন্দু ছাড়া অন্যান্য জাতিকে তিনি কোন চোখে দেখেন তার পরিচয় দিয়েছেন মোহন ভাগবত৷ যদিও এই ইস্যুতে মোহন ভাগবতের পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব৷

Advertisement

[সুপ্রিম কোর্ট হাতের মুঠোয়, রাম মন্দির নিয়ে বিজেপি মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

শুক্রবার আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস বা বিশ্ব হিন্দু সম্মেলন৷ সেই মঞ্চ থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন সংঘ চালক৷ বলেন, বিশ্বে আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা নেই হিন্দুদের৷ তাঁরা সমাজ গঠনের জন্য কাজ করতে চায়৷ বলেন, একটা সিংহ রাস্তা দিয়ে চললে কুকুরের দল তার ক্ষতি করতে পারে৷ কিন্তু, একসঙ্গে অনেক সিংহ চললে কেউ তার ক্ষতি করার সাহস দেখাতে পারে না৷ অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে কুকুরের সঙ্গে তিনি তুলনা টানেন হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের৷ যা নিয়ে ইতিমধ্যে আরএসএস প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়েইসি৷ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, হিন্দু ছাড়া অন্যান্য ধর্মের বিশ্বাসীদের কুকুর বলে তাঁদের সম্মানহানি করেছেন ভাগবত৷ দেশের মানুষ এই মন্তব্যের জন্য আরএসএস-কে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন ওয়েইসি৷

[মুক্তি পাবে রাজীব হত্যাকারীরা? রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিলনাড়ু]

আরএসএস প্রধানের এই মন্তব্যের বিরোধিতা করেন দলিত নেতা প্রকাশ আম্বেদকর৷ ভাগবতের নিন্দা করে তিনি জানান, আসলে বিরোধীদের ‘কুকুর’ বলতে চেয়েছেন সংঘ চালক৷ আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে আরএসএস-কে হিন্দু-বিরোধী বলে কটাক্ষ করে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি৷ কেবল রাজনৈতিক প্রতিপক্ষরাই নন, মোহন ভাগবতের বক্তৃতার নিন্দা করেছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ৷ তাঁদের বক্তব্য, এই শিকাগোতে দাঁড়িয়েই হিন্দুত্বের জয়গান করেন স্বামী বিবেকানন্দ৷ তাঁর বক্তৃতা মুগ্ধ করে বিশ্ববাসীকে৷ আন্তর্জাতিক জগতের কাছে হিন্দুধর্মের অনন্যা রূপ তুলে ধরেন তিনি৷ স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি মঞ্চে দাঁড়িয়ে কেমন ভাবে এমন নিকৃষ্টতম বক্তৃতা দিতে পারেন মোহন ভাগবত৷ সেই প্রশ্নই উঠছে ওয়াকিবহাল মহলে৷

The post হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা ‘কুকুর’! ভাগবতের শিকাগো বক্তৃতা ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement