shono
Advertisement

চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ও পর্যটকের লড়াই, শেষমেশ রক্ত ঝরল যুবকের

ভাইরাল হাড়হিম করা ভিডিও।
Posted: 10:23 AM Jun 09, 2022Updated: 10:23 AM Jun 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিড়িয়াখানায় খাঁচায় থাকা শিম্পাঞ্জির রোষে ভয়াবহ অভিজ্ঞতার শিকার এক পর্যটক। শেষ পর্যন্ত রক্তাক্তও হতে হল তাঁকে। ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার হাড়হিম করা সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ামাত্রই ভাইরাল।

Advertisement

ঠিক কী হয়েছিল? আর পাঁচজনের মতো ওই যুবকও চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছিলেন। নানা পশু দেখছিলেন তিনি। বলা বাহুল্য, চিড়িয়াখানায় সময় কাটাতে বেশ ভালই লাগছিল তাঁর। শিম্পাঞ্জির খাঁচার সামনে গিয়েই যেন তাল কাটল। যুবক মজার ছলে শিম্পাঞ্জিকে বুকে টেনে নেওয়ার ভঙ্গিমায় হাত বাড়ান। অতর্কিতেই শিম্পাঞ্জি যুবকের গেঞ্জি ধরে ফেলেন। তাঁকে শিম্পাঞ্জির কবলমুক্ত করার চেষ্টা করেন আরও একজন। তবে সে বাধায় বিশেষ লাভ হয়নি। কখনও হাত, আবার কখনও গেঞ্জি ধরে টেনেহিঁচড়ে খাঁচার সামনে যুবককে নিয়ে আসে শিম্পাঞ্জি। এরপর পা চেপে ধরে সে। তারপর নিমেষেই পায়ে কামড় দেয় শিম্পাঞ্জি।

[আরও পড়ুন: ‘জঙ্গি, টাকা তুলে বিরিয়ানি খাবে?’ উত্তরপ্রদেশে ৩ ফকিরকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও]

ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় ঘটে যাওয়া এই ভয়াবহ কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ইন্টারনেটের দৌলতে ওই ভিডিও প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সর্বত্র। যে দেখছেন, সেই ভয়ে কার্যত আঁতকে ওঠেন। শিম্পাঞ্জির এহেন হিংস্র আচরণে অবাক প্রায় সকলেই।

উল্লেখ্য, এর আগে জামাইকার চিড়িয়াখানায় এমনই বীভৎস ঘটনা ঘটে। ওই ঘটনার ভাইরাল ভিডিও অনুযায়ী, এক অত্যুৎসাহী যুবককে সিংহকে বিরক্ত করতে দেখা যায়। সটান পশুরাজের খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে দেন। এমনকী, সিংহের মাথায় হাত দিতেও দেখা গিয়েছে তাঁকে। এর পর তার মুখের কাছে হাত নিয়ে গিয়ে বিরক্ত করতেই আঙুল কামড়ে ধরে সিংহটি। শত চেষ্টার পরও তা ছাড়াতে পারেননি ওই যুবক। শেষপর্যন্ত বেশ কিছুক্ষণ টানা-হ্যাঁচড়ার পর হাতটি সিংহের মুখ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হন যুবক। কিন্তু ততক্ষণে গোটা আঙুল চিবিয়ে মাংস খেয়ে ফেলেছে পশুরাজ।

[আরও পড়ুন: গালিগালাজ করেই বাড়ে জনপ্রিয়তা, কত রোজগার ছিল রোদ্দুর রায়ের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার